IND vs WI Live Streaming: আজ রাতে দ্বিতীয় ম্যাচে নামছেন রোহিত শর্মা-রা, সরাসরি বিনামূল্যে কীভাবে দেখবেন খেলা
Rohit Sharma. (Photo Credits: Getty Images)

ওয়ানডে সিরিজের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এবার পাঁচ ম্যাচে টি টোয়েন্ট সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। সোমবার সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি টোয়েন্টিতে হারাতে পারলেই সিরিজ জয়ের দিকে অনেকটাই এগিয়ে যাবেন রোহিত শর্মা-রা। গত শুক্রবার পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে রোহিতরা অনায়াসে জেতেন ৬৮ রানে। অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হন দীনেশ কার্তিক (১৯ বলে ৪১)। প্রথমে ব্যাট করে ১৯০ রান তোলার পর, ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২২ রানে বেঁধে রেখে সহজ জয় পায় টিম ইন্ডিয়া।

তবে টি টোয়েন্টি-তে দ্রুত সব কিছু বদলে যায়। তাই হোল্ডার, পুরানদের কিছুইতেই হাল্কাভাবে নিচ্ছেন না রোহিত শর্মা-রা। ওয়ানডে-র থেকে টি টোয়েন্টিতে অনেক ভাল খেলে ক্যারিবিয়ান দল। আইপিএল বড় প্রমাণ টি টোয়েন্টি ফর্ম্যাটে ক্য়ারিবিয়ানরা কতটা বিপজ্জনক। আরও পড়ুন-

জেসন হোল্ডার থেকে কেইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান- ক্যারিবিয়ান দলে রয়েছেন একাধিক ম্যাচ উইনার। আত্মবিশ্বাসী হলেও তাই আত্মতুষ্ট নয় টিম ইন্ডিয়া শিবির। ভারতীয় দলের প্রথম একাদশে আজ পরিবর্তনের সম্ভাবনা কম। তবে গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া শ্রেয়স আইয়ারের কাছে এবার বড় রান চাইছে দল। আয়ারল্যান্ডে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করা দীপক হুডাকে বসতে হচ্ছে ডাগ আউটে। গত ম্যাচ, ওপেনার হিসেবে নেমে ভাল শুরু করেও সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেননি সূর্যকুমার যাদব।

আসুন জেনে নেওয়া যা আজকের ম্যাচ নিয়ে জরুরি কিছু তথ্য-

ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, রবী বৈষ্ণুই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কবে, কখন রয়েছে?

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ সোমবার, ১ অগাস্ট হবে। খেলা হবে সেন্ট কিটসে।

কটা থেকে শুরু হবে ম্যাচ?

আজ, সোমবার ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। ম্যাচ সাড়ে ৭টায় হবে টস।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কোন টিভি চ্যানেলে দেখা যাবে?

ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে ম্যাচ সরাসরি ডিডি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের টিভি স্বত্ব কিনেছে দূরদর্শন। তবে, দূরদর্শন ন্যাশনাল টিভি চ্যানেলে এই ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে না।

অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ

ফ্যান কোড (FanCode) ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট টাকা দিলে সাবস্প্রিশন করলে সরাসরি দেখা যাবে খেলা।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য কি রেডিওতে শোনা যাবে?

হ্যাঁ, অবশ্যই রেডিওতেও শুনতে পাবেন ম্যাচ। অল ইন্ডিয়া রেডিওতে ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে। এছাড়াও প্রসার ভারতী স্পোর্টস-র ইউটিউব চ্যানেলেও ওই ধারাভাষ্য সম্প্রচার করা হবে।