দুবাই, ২৮ অগাস্ট: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ জয় পেল টিম ইন্ডিয়া। হার্দিক পান্ডিয়ার দুরন্ত অলরাউন্ডার পারফরম্যান্স, ভূবনেশ্বর কুমারের অসাধারণ বোলিং, রবীন্দ্রা জাদেজা-র ভাল ব্য়াটিংয়ে ভর করে এশিয়া কাপে গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে করে সুপার ফোর কার্যত নিশ্চিত হয়ে গেল ভারতের। ১৭ বলে অপরাজিত ৩৩ রান ও ৩ উইকেট নিয়ে পাক বধে নায়ক হার্দিক।
চতুর্থ উইকেটে হার্দিক-জাদেজার ৫২ রানের পার্টনারশিপ জয়-পরাজয়ে বড় ফারাক গড়ে দিল। কম পুঁজি নিয়েও দারুণ লড়লেন পাকিস্তানের বোলাররা। ইনিংসের ১৯তম ওভারে হার্দিক ১৪ রান তুলে নিয়ে ম্যাচ ভারতের পকেটে নিয়ে আসেন। শেষ ওভারে জিততে হলে ভারতকে করতে হত ৭ রান। পাক স্পিনার নওয়াজের শেষ ওভারের প্রথম বলে জাদেজা ( ২৯ বলে ৩৫) আউট হয়ে যান। এরপর হার্দিক ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতিয়ে আনেন। দু বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত। আরও পড়ুন-হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি, (দেখুন ভিডিও)
দেখুন টুইট
India seal a tense win in Dubai to beat Pakistan 🙌🏻#INDvPAK | #AsiaCup2022 | 📝 Scorecard: https://t.co/mKkZ2s5RKA pic.twitter.com/5KBNSKwfjL
— ICC (@ICC) August 28, 2022
জয়ের জন্য ১৪৭ রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই নাসিম শাহের দুরন্ত ডেলিভারিতে আউট হয়ে যান লোকেশ রাহুল (০)। রোহিত শর্মা (১৮ বলে ১২)-ও ব্যর্থ হন। রোহিতের আউটের পরই বিরাট কোহলিও মহম্মদ নওয়াজের বলে আউট হয়ে যান। ভালই খেলছিলেন বিরাট, কিন্তু শেষ অবধি আউট হন ৩৪ বলে ৩৫ রান করে। চার নম্বরে নামানো হয় জাদেজা-কে। জাড্ডুর সঙ্গে জুটি বেঁধে শুরুটা ভাল করেন সূর্যকুমার যাদব। কিন্তু লোকেশ রাহুলের মতই নাসম শাহের বলে ক্লিন বোল্ড হয়ে যান সূর্য (১৮)। ৮৯ রানে ৪ উইকেট হারায় ভারত। সেখান থেকে জাদেজা-হার্দিক দলের হাল ধরেন।
টিম ইন্ডিয়ার জয়ে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
#TeamIndia put up a spectacular all-round performance in today’s #AsiaCup2022 match. The team has displayed superb skill and grit. Congratulations to them on the victory.
— Narendra Modi (@narendramodi) August 28, 2022
প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ১৪৭ রান। ১১৪ রানে ৭ উইকেট পড়ে গেলেও সেখান থেকে টেলেন্ডাররা দলের রানকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। দারুণ বোলিং করেন ভূবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া। ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন ভূবি আর হার্দিক ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। পাকিস্তানের ইনিংস প্রথম ধাক্কাটি দেন ভূবি। ওপেন করতে নামা পাক অধিনায়ক বাবর আজম (১০)-কে আউট করেন ভূবি্। তারপর ফকহর জামান (১০)-কে আউট করেন আবেশ। এরপর ইফতিখার আহমেদ (২৮), মহম্মদ রিজওয়ান (৪৩), খুশদিল শাহ (২)-কে পরপর আউট করে খেলায় ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন হার্দিক। ২ উইকেটে ৮৬ থেকে হার্দিকের আগুনে স্পেলে পাকিস্তান ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বসে।
তবে শেষের দিকে হ্যারিশ রাউফ (৭ বলে ১৩ অপরাজিত) ক্যামিও খেলে দলের রানকে লড়ার মত জায়গায় নিয়ে যান। ভূবি, হার্দিকের পাশাপাশি আর্শদীপ ২টি ও আবেশ খান ১টি উইকেট পান। ভারতের দুই স্পিনার চাহাল, জাদেজা দু জনে ৬ ওভার বল করে ৪৩ রান দিয়ে কোনও উইকেট পাননি।