IND vs ENG 1st T20I: কাল থেকে শুরু ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজ, কেমন হতে পারে দু দল
Rohit Sharma. (Photo Credits: Getty Images)

সাউদাম্পটন, ৬ জুলাই: এজবাস্টন টেস্টে হারের ধাক্কা কাটিয়ে উঠে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় সাউদাম্পটনের রোজ বাউলে মুখোমুখি ভারত-ইংবল্যান্ড।  করোনাকে হারিয়ে ফিট হয়ে মাঠে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। কোভিড আক্রান্ত হওয়ায় এজবাস্টন টেস্টে খেলতে পারেননি রোহিত। টেস্টে হারের প্রতিশোধ নিয়ে টি টোয়েন্টি-কে বেছে নিচ্ছে টিম ইন্ডিয়া। আর মাস তিনেক পরেই অস্ট্রেলিয়ায় শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতির বড় মঞ্চ হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজ।

রোহিতরা যখন ইংল্যান্ডে টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আয়ারল্যান্ডে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দু ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ২-০ জেতে ভারত। আয়ারল্যান্ডে দারুণ খেলেন দীপক হুডা, ভূবনেশ্বর কুমার। অভিষেক হয়েছিল জম্মু-কাশ্মীরের স্পিডস্টার উমরন মালিক। ইংল্যান্ডেও উমরনকে সুযোগ দেওয়া হবে। রোহিত শর্মা-র সঙ্গে ওপেন করতে চলেছেন ইশাবন কিষাণ। তিনে সূর্যকুমার যাদব, তারপর হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক। দুই স্পিনার হিসেবে থাকছেন অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল। ভূবননেশ্বর কুমারের সঙ্গে উমরন মালিকের দলে থাকার কথা। তবে হর্ষল প্যাটেল নাকি অর্শদীপ সিং কাকে খেলানো হয় সেটা দেখার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করা সঞ্জু স্যামসনকেও দলে রাখার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল বাদ পড়তে পারেন।

অন্যদিকে, ইয়ন মর্গ্যানের অবসরের পর ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জোস বাটলার। আইপিএলে বেগুনি টুপি জিতে রেকর্ড করার পর নেদারল্যান্ডসে গিয়েও ঝড় তুলেছেন বাটলার। টেস্টে বেয়ারস্টো-র মত সীমিত ওভারের সিরিজে বাটলারই টিম ইন্ডিয়ার বড় ভয়ের কারণ হতে চলেছেন। বাটলারের পাশপাশি রয়, মালান, মইন আলিকে নিয়েও সতর্ক থাকতে হবে টিম ইন্ডিয়াকে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক(উইকেটকিপার), সঞ্জু স্যামসন/ অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভূবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল/অর্শদীপ সিং, উমরন মালিক।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- জোস বাটলার, জেসন রয়, ফিলিপ সল্ট, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, মইন আলি, টায়মাল মিলস, ম্যাথু পারকিনসন, ক্রিস জর্ডন, ডেভিড উইলি, রিসে টপলে

খেলা কোথায় দেখা যাবে

সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি ভারতীয় সময় রাত সাড়ে ১০টা দেখা যাবে ম্যাচ। অনলাইনে সোনি লিভ ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।