একেবারে অবিশ্বাস্য। সেঞ্চুরিয়ান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২৫৮ রান তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা। সাত বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ২৫৯ রান তা়ড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-২০-র ইতিহাসে এটাই সবচেয়ে বেশী রান তাড়া করে জেতার নজির। কুইন্টন ডি কক-এর অবিশ্বাস্য ৪৩ বলে সেঞ্চুরি, রেজা হেনরিকসের ২৮ বলে ৬৮ , আর শেষের দিকে হেনরিক ক্লাসেনের ৭ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসের সুবাদে জিতল প্রোটিয়ারা। ডি ককদের সেঞ্চুরিয়ানে এই টি-২০ ম্য়াচে জয় মনে করাল, ১৭ বছর আগে জোহানেসবার্গ ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৩৮ রান তাড়া করে জয়টাকে। ওয়ানডে-তে সেটাই রেকর্ড রান তাড়া করে জয়। সেই ওয়ানডে-তে ১১১ বলে ১৭৫ রান করে দক্ষিণ আফ্রিকাকে চিরস্মরণীয় জয় এনে দিয়েছিলেন হারশেল গিবস। এদিন, সেঞ্চুরিয়ান টি-২০তে সেই কাজটা করলেন ডি কক।

২৫৮ রান তাড়া করতে নেমে মাত্র ৩৩ বলেই একশো রান করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা।

ডি'কক ১৫ বলে হাফ সেঞ্চুরি করেন। আন্তর্জাতিক টি-২০-র ইতিহাসে যা দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। এরপর ৪৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক।

এর আগে ৩৯ বলে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লস। ডি কক মোট ৮টা ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারি হাঁকান। সেঞ্চুরি পূর্ণ করেই তিনি আউট হন। তাঁকে যোগ্য সঙ্গত দেন ওপেন করতে নামা রেজা হেনরিকস। ডিকক-হেনরিকস প্রথম উইকেটে ৬৫ বলে ১৫২ রানের পার্টনারশিপ করেন।

মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেো হারতে হল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লসকে। এদিন সেঞ্চুরি টি-২০তে দুই ইনিংস মিলিয়ে হল মোট ৫১৭, তাও আবার হল ১১৩টা বল। আরও পড়ুন-চারে চার, নিখাতের পর বিশ্ব বক্সিংয়ে সোনা জিতলেন লভলিনা বরগোঁহাই, তৃতীয় পদক অসমের তারকার

দেখুন টুইট

দেখুন টুইট

সেঞ্চুরিয়ান টি-২০তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে অবিশ্বাস্য ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লসের। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে নজির গড়লেন চার্লস। একটুর জন্য রক্ষা পেল আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড (ডেভিড মিলার, রোহিত শর্মা, সুদেশ বিক্রমাসেকারা ৩৫ বলে সেঞ্চুরি)। তবে ক্রিস গেইলের দেশের ক্রিকেটারদের মধ্যে টি-২০ আন্তর্জাতিকে চার্লসই এখন দ্রতুতম সেঞ্চুরিয়ান।

রবিবার সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করল ৫ উইকেটে ২৫৮ রান। টি-২০র ইতিহাসে ক্যারিবিয়ানদের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে জনসন চার্লস করলেন ৪৬ বলে ১১৮ রান।