রাজকোট টেস্টে অনন্য কীর্তি ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে পাঁচশো উইকেট নেওয়া হয়ে গেল অশ্বিনের। তামিলনাড়ুর তারকা স্পিনারের মেগা মাইলস্টোন গড়ার ঠিক পরেই এক্স প্ল্যাটফর্মে সচিন তেন্ডুলকের (Sachin Tendulkar) শুভেচ্ছা বার্তা। নিজের এক্স হ্যান্ডেলে মাস্টার ব্লাস্টার লিখলেন, " দশ লক্ষের মত একজন এমন রেকর্ড গড়তে পারে- পাঁচশো টেস্ট উইকেট। স্পিনার অশ্বিনের মধ্যে একটা উইনার লুকিয়ে থাকে।
টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়া খুব বড় মাইলস্টোন। অভিনন্দন, চ্যাম্পিয়ন।"এদিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-অঞ্জলীকে নিয়ে তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় সচিন তেন্ডুলকরকে।
দেখুন সচিনের অভিনন্দন বার্তা
500 Test wickets for a one-in-a-million bowler!
In AshWIN the SpinNER, there was always a WINNER. 500 wickets is a huge milestone in Test cricket. Congratulations, Champion!#INDvENG pic.twitter.com/Cb48ZJE3XO
— Sachin Tendulkar (@sachin_rt) February 16, 2024
শুক্রবার রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটার জ্যাক ক্রলির উইকেট নেওয়া মাত্রই টেস্টে ৫০০টি উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান অশ্বিন। নজির গড়তে অশ্বিনের দরকার ছিল একটি উইকেট। বিশ্বের নবম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়েন অশ্বিন।