ভারতে হতে চলা আসন্ন ওয়ানডে বিশ্বকাপে আম্পয়ারদের তালিকা প্রকাশ করল আইসিসি। প্রযুক্তির ব্যবহারের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন বেশীরভাগ সিদ্ধান্তই সঠিক হচ্ছে। বাইশ গজের বেশীরভাগ কঠিন সিদ্ধান্তই এখন প্রযুক্তির সিদ্ধান্ত নিয়ে তৃতীয় আম্পয়ারা নিচ্ছেন। তবু মাঠে আম্পয়ারদের ভূমিকা অনেকটা। বিশ্বকাপের মত আইসিসি আয়োজিত সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্টে নিখুঁত আম্পয়ারিংয়ে জোর দিয়ে যাদের সিদ্ধান্ত ৯৮ শতাংশের ওপরে তাদেরই বিশ্বকাপের ম্যাচ পরিচালকের তালিকায় রাখা হল।
দুনিয়ার সেরা ১২ জন আম্পয়ারকেই বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হল বলে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে। আসন্ন বিশ্বকাপে ১২ জনের আম্পয়ারের তালিকায় (ICC World Cup Umpiers Panel) ভারতের একমাত্র নীতীন মেনন। দেশের মাটিতে বিশ্বকাপে আম্পয়ারিং করতে দেখা যাবে ইন্দোরের ৩৯ বছরের আম্পয়ার নীতীন মেনন-কে। সাম্প্রতিক কালে আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ আম্পয়ারিং করছেন নীতীন। তাঁর এলবি আউট, বা ক্লোজ ক্যাচের সিদ্ধান্ত দেওয়া গুলি সবার প্রশংসা পাচ্ছে। নীতীনকে ক'মাস আগে অ্য়াসেজ সিরিজেও আম্পয়ারিং করতে দেখা যায়। আরও পড়ুন-
বিশ্বকাপে ১২ জনের আম্পয়ারের তালিকায় ৩ জন ইংল্যান্ডের, দু জন করে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে আছেন। তারা হলেন- রিচার্ড কেটেলবোরো, কুমার ধর্মসেনা, নীতীন মনন, মারিয়াস এরাসমাস, মাইকেল গফ, পল রাইফেল, রিচার্ড এলিংওর্থ, রুড টুকার, জোয়েল উইলসন, এহসান রাজা ও আদ্রিয়ান হোল্টস্টক।
কোন দেশে থেকে কারা ম্যাচ পরিচালনা করতে চলেছেন--
ইংল্যান্ড (৩)- রিচার্ড কেটেলবোরো, রিচার্ড ইলিংওর্থ, মাইকেল গফ
দক্ষিণ আফ্রিকা (২)- মারিয়াস এরাসমাস, আদ্রিয়ান হোল্ডস্টক
অস্ট্রেলিয়া (২)- পল রাইফেল, রড টুকার।
ভারত (১)-নীতীন মেনন
শ্রীলঙ্কা (১)-কুমারা ধর্মসেনা
পাকিস্তান (১)- এহসান রাজা
নিউ জিল্যান্ড (১)- ক্রিস গাফনি
ওয়েস্ট ইন্ডিজ (১)- জোয়েল উইলসন