India U19 Cricket Team. (Photo Credits: X)

আমেদাবাদের স্মৃতি ফিরল বেনোনিতে। আরও একবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হার ভারতের। আরও একবার ফাইনালে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার। গত বছর সিনিয়রদের মত এবার ভারতের অনুর্ধ্ব ১৯ দল ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হেরে গেল। রবিবার বেনোনিতে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ২৫৩ রান তাড়া করতে গিয়ে ভারতের ছোটরা মাত্র রানে অল আউট হয়ে যায় ১৭৪ রানে। টানা দু বার ছোটদের বিশ্বকাপ জেতা হল না ভারতের। গত তিনটি অনুর্ধ্ব বিশ্বকাপের ফাইনালে খেলে ভারতের ছোটরা এবার নিয়ে হারল দুটি-তে। অন্যদিকে, ১৪ বছর পর অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।  এবার নিয়ে অজিরা মোট চারবার অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পি হল।

ফাইনালে রান তাড়া করতে নেমে একেবারে তাসের ঘরের মত ভেঙে যায় ভারতের ছোটদের ইনিংস। ১ উইকেটে ৪০ থেকে ৯১ রানে ৬ উইকেট হারায় ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল। ওপেনার আদর্শ সিং (৪৭) ছাড়া কেউ লড়তে পারেননি। আরও পড়ুন-ফের সেঞ্চুরি ম্যাক্সওয়েলের

অধিনায়ক উদয় সহরন (৮) থেকে সচিন ধাস (৯), প্রিয়াংশু মোলিয়া (৯)-রা পরপর আউট হয়ে যান। ২৫৩ রান তাড়া করতে নেমে, ৯১ রানে ৬ উইকেট হারিয়ে জেতার ৯০ শতাংশই থাকে না। শেষের দিকে মুরগান অভিষেক চেষ্টা করলেন ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট ছিল না।

দেখুন খবরটি

১৮১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল অজিরা। কিন্তু শেষের দিকে ভাল খেলে অজিরা লড়ার মত স্কোর করে। ফাইনালে অস্ট্রেলিয়ার ছোটদের পক্ষে সর্বোচ্চ রান করেন- হরজস সিং (৫৫)য়ের। ভাল খেলে অজি অধিনায়ক হুগো উইবগেন (৪৮), ওলিভার পিয়েকে (৪৬) ও হ্যারি ডিক্সন (৪২)-এর। ভারতের পেসার রাজ লিম্বানি ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। নমন তিওয়ারি ২টি ও সৌম্য পান্ড ও মুশের খান ১টি করে উইকেট পান।

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ানদের সাফল্যের বৃত্তটা এদিন সম্পূর্ণ হল। অস্ট্রেলিয়ার সিনিয়র পুরুষ দল এখন টেস্ট, ওয়ানডে-তে বিশ্বচ্যাম্পিয়ন। মহিলাদের ক্রিকেটে ওয়ানডে ও টি-২০-তে বিশ্বচ্যাম্পিয়ন। এবার ছোটদের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ দল।

গত বছর ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরেছিল ভারত। এদিন বড়দের মত ছোটরাও অজিদের কাছে হারলেন।