বৃষ্টির কারণে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ ভারত বনাম পাকিস্তান-এর মধ্যে হতে চলা গ্রুপ লিগের ম্যাচ সঠিক সময়ে শুরু হতে পারল না। তবে বৃষ্টি থামার পর দেরিতে টস হল। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করকতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন পাক অধিনায়ক বাবর আজম। তবে টসের পর ফের নামল বৃষ্টি। ম্যাচ শুরুর সময় নিয়ে অপেক্ষা আরও বাড়ছে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করা চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়নি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন বিরাট কোহলি। তিনে নামবেন ঋষভ পন্থ। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, শিবম দুবে। শেষের দিকে ঝড় তুলতে থাকছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। তিন স্পেশালিস্ট পেসার হিসেবে খেলছেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং। দুই স্পিনার জাদেজা ও অক্ষর।
আমেরিকার কাছে লজ্জার হারের পর পাকিস্তান একাদশে একটাই পরিবর্তন হল-আজম খানের জায়গায় খেলছেন ইমাদ ওয়াসিম।
দেখুন টিম ইন্ডিয়ার প্রথম একাদশ
🚨 Toss & Team News 🚨
Pakistan have elected to bowl against the @ImRo45-led #TeamIndia!
Follow The Match ▶️ https://t.co/M81mEjp20F#T20WorldCup | #INDvPAK
A look at our Playing XI 🔽 pic.twitter.com/Efs67EeWAD
— BCCI (@BCCI) June 9, 2024
দেখুন টসের ভিডিয়ো
#BabarAzam has won the toss & it's a no-brainer decision to bowl first!
Good toss to win on this pitch as both teams look to refurbish the #GreatestRivalry!
The match will begin at 8:50 PM IST because of a slight rain delay! (No overs lost)#INDvPAK | LIVE NOW |… pic.twitter.com/LzC0faqwkh
— Star Sports (@StarSportsIndia) June 9, 2024
আয়ারল্যান্ডকে হারানোয় পাকিস্তানকে হারালে সুপার এইটের দিকে অনেকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে হারায় ভারতের বিরুদ্ধে এদিন জয় না পেলে কার্যত বিদায় নেবেন বাবর আজমরা।