টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পার্থ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তবে তার আগে সামলাতে হবে আবহাওয়ার বাউন্সার। এবারের বিশ্বকাপে বড় খলনায়ক বৃষ্টি।এর আগে বৃষ্টির জন্য জ়িম্বাবোয়ে বনাম দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড বনাম আফগানিস্তান, আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড ও ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গিয়েছে। যার জন্য সমস্যায় পড়েছে নিউজ়িল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় সেমিফাইনালে ওঠা এখনও অনিশ্চিত তাদের।

ভারতের খেলাও কি বৃষ্টির জেরে ভেস্তে যাবে? এই আশঙ্কার মাঝেই অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস ঘোষণা করেছে   আজ আকাশ  আংশিক মেঘলা থাকবে এবং পার্থে দুপুরে বা সন্ধ্যার দিকে  মাঝারি (50%) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার সকাল ৭ টার সময় পার্থ থেকে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা গেছে আকাশ পরিস্কার, রোদ ঝলমলে নীল আকাশে কোথাও কোন মেঘ নেই। তাই আশা করা যায় বৃষ্টি ভারতের ম্যাচকে গ্রাস করবে না।