ICC Cricket World Cup 2019: আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, জানুন কোথায়-কখন-কীভাবে দেখবেন জমকালো Opening Ceremony
আজ বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। (Photo Credits: File Image)

লন্ডন,২৯ মে: দীর্ঘ প্রতীক্ষার পর আজ, বুধবার পর্দা উঠতে চলেছে ২০১৯ আইসিসি বিশ্বকাপের। আজ, বুধবার লন্ডনে জমকালো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ১২তম ক্রিকেট বিশ্বকাপ। আগামিকাল, বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রখম ম্যাচে খেলবে আয়োজক দেশ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবার মোট দশটি দল এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। আটটি দেশ সরাসরি যোগ্যতা পায়, আর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান যোগ্যতাপর্বের বাধা টপকে মূলপর্বে খেলছে। এবার বিশ্বকাপে ফেভারিট হিসেবে নামছে ভারত, ইংল্যান্ড। অস্ট্রেলিয়াও খুব পিছিয়ে নেই। নিউজিল্যান্ড, পাকিস্তানের চমকে দেওয়ার ক্ষমতা আছে। আসুন দেখে নেওয়া যাক আজ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কিছু কথা--

কোথায়, কখন থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান?

ICC Cricket World Cup 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে। মধ্য লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনে হবে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

কোন টিভি চ্যানেল, অনলাইন লাইভ টেলিকাস্টে সরাসরি দেখা যাবে এই উদ্বোধনী অনুষ্ঠান

আইসিসি-টুর্নামেন্টের সত্ত্বাধিকারী স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সহ সব কটি ম্যাচ সরাসরি দেখাবে। স্টার স্পোর্টস ১ এবং ২-তে সরাসরি রাত ৯টা থেকে সরাসরি দেখানো হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। হটস্টারের মাধ্যমেও দেখতে পারেন এই উদ্বোধনী অনুষ্ঠান।

এবার বিশ্বকাপে ফিরল ১৯৯২ বিশ্বকাপের ফর্ম্যাট। মানে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে রাউন্ড রবীন লিগে খেলবে, তারপর পয়েন্ট তালিকায় প্রথম চারটি দল উঠবে সেমিফাইনাল। তারপর নিয়ম মেনে দুটি দল খেলবে ফাইনাল। তারপর পাওয়া যাবে ফাইনাল। মানে ফাইনালে খেলা দুটি দলকে খেলতে হবে মোট ১১টি ম্যাচ।

এবার জেনে রাখুন বিশ্বকাপ ২০১৯-নিয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস--

১) উদ্বোধনী ম্যাচ

কাল, বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে আয়োজক দেশ ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লন্ডনে হতে চলেছে এই ম্যাচ দারুণ জমতে চলেছে। ডেলস স্টেইনকে না পেলেও দক্ষিণ আফ্রিকা দল বেশ শক্তিশালী। তবে ফেভারিট হিসেবে নামছে ইংল্যান্ড। ওয়ানডে-তে এখন অপ্রতিরোধ্য ফর্মে ইয়ন মরগ্যানের দল। আইসিসি ক্রমতালিকায় ৫০ ওভারের ক্রিকেটে ইংল্যান্ডই শীর্ষে। জোস বাটলার, জো রুট, ইয়ন মরগ্যান, বেন স্টোকসের মত বিস্ফোরক ব্যাটসম্যানদের পাশাপাশি ইংল্যান্ডের বোলিংও খুব ভাল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার মূল শক্তি তাদের বোলিং। রাবাদা, লুঙ্গি,ইমরান তাহেরদের তাকিয়ে প্রোটিয়ারা। উদ্বোধনী ম্যাচটা মূলত ইংল্যান্ডের ব্যাটিং বনাম দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের মধ্যে হতে চলেছে।

২) ভারতের খেলা কবে কবে

ভারতের অভিযান শুরু হচ্ছে ৫ জুন, সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারপর কোহিলরা খেলবেন ওভালে ৯ জুন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিউইরা হবেন কোহলিদের তৃতীয় প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩ জুন, নটিংহ্যামে। তারপর মেগা ম্যাচ। ১৬জুন ম্যানচেস্টারে মুখোমুখি ভারত-পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে ২৩ জুন টিম ইন্ডিয়া খেলবে তাদের পঞ্চম ম্যাচে। রাউন্ড রবীন লিগে ভারতের শেষ চারটি ম্যাচ- ওয়েস্ট ইন্ডিজ (২৭ জুন), ইংল্যান্ড (৩০ জুন), বাংলাদেশ (২ জুলাই), শ্রীলঙ্কা (৬ জুলাই)।

৩) টুর্নামেন্টের ফরম্যাট

দশ দলের এই বিশ্বকাপে প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে একবার করে খেলবে। রাউন্ড রবীন লিগের পর পয়েন্ট তালিকা প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। তাই শুরুটা যে ভাল করবে সে দলের শেষ চারে ওঠার সম্ভবনা উজ্জ্বল।

৪) কোন চ্যানেলে দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে খেলা। ইংরেজি, হিন্দির মত বাংলাতেও হবে খেলার ধারাভাষ্য। ইন্টারনেটের মাধ্যমে দেখতে হলে হট স্টারে দেখুন খেলা। টিম ইন্ডিয়ার সব খেলাই শুরু হবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে।

৫) কারা ফেভারিট

টি টোয়েন্টি আসার পর ওয়ানডে ক্রিকেটের ফলাফল অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। যে দিনটা তার সে দিনটা তার, কুড়ি কুড়ির মত ৫০ ওভারের ক্রিকেটে এটা নিয়ম হয়ে গিয়েছে। তাই ফেভারিট বলে কিছু হয় না। তবে খাতায় কলম আর সাম্প্রতিক ফর্মের কথা বললে ভারত,ইংল্যান্ডকে রাখতে হচ্ছে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা পিছিয়ে নেই। ধারাবাহিকতার অভাব থাকলেও পাকিস্তানও অঘটন ঘটানোর ক্ষমতা রাখে।

ICC Cricket World Cup 2019-এর ক্রীড়াসূচি (ভারতীয় সময় অনুযায়ী)

 

 ম্যাচ সংখ্যা তারিখ সূচি স্থান সময়
Thursday, May 30 England vs South Africa The Oval, London 3.00 pm IST
2 Friday, May 31 West Indies vs Pakistan Trent Bridge, Nottingham 3.00 pm IST
3 Saturday, June 1 New Zealand vs Sri Lanka Cardiff Wales Stadium, Cardiff 3.00 pm IST
4 Saturday, June 1 Afghanistan vs Australia (D/N) Bristol County Ground, Bristol 6.00 pm IST
5 Sunday, June 2 South Africa vs Bangladesh The Oval, London 3.00 pm IST
6 Monday, June 3 England vs Pakistan Trent Bridge, Nottingham 3.00 pm IST
7 Tuesday, June 4 Afghanistan vs Sri Lanka Cardiff Wales Stadium, Cardiff 3.00 pm IST
8 Wednesday, June 5 South Africa vs India Hampshire Bowl, Southampton 3.00 pm IST
9 Wednesday, June 5 Bangladesh vs New Zealand (D/N) The Oval, London 6.00 pm IST
10 Thursday, June 6 Australia vs West Indies Trent Bridge, Nottingham 3.00 pm IST
11 Friday, June 7 Pakistan vs Sri Lanka Bristol County Ground, Bristol 3.00 pm IST
12 Saturday, June 8 England vs Bangladesh Cardiff Wales Stadium, Cardiff 3.00 pm IST
13 Saturday, June 8 Afghanistan vs New Zealand (D/N) County Ground, Taunton 6.00 pm IST
14 Sunday, June 9 India vs Australia The Oval, London 3.00 pm IST
15 Monday, June 10 South Africa vs West Indies Hampshire Bowl, Southampton 3.00 pm IST
16 Tuesday, June 11 Bangladesh vs Sri Lanka Bristol County Ground, Bristol 3.00 pm IST
17 Wednesday, June 12 Australia vs Pakistan County Ground, Taunton 3.00 pm IST
18 Thursday, June 13 India vs New Zealand Trent Bridge, Nottingham 3.00 pm IST
19 Friday, June 14 England vs West Indies Hampshire Bowl, Southampton 3.00 pm IST
20 Saturday, June 15 Sri Lanka vs Australia The Oval, London 3.00 pm IST
21 Saturday, June 15 South Africa vs Afghanistan (D/N) Cardiff Wales Stadium, Cardiff 6.00 pm IST
22 Sunday, June 16 India vs Pakistan Old Trafford, Manchester 3.00 pm IST
23 Monday, June 17 West Indies vs Bangladesh County Ground, Taunton 3.00 pm IST
24 Tuesday, June 18 England vs Afghanistan Old Trafford, Manchester 3.00 pm IST
25 Wednesday, June 19 New Zealand vs South Africa Edgbaston, Birmingham 3.00 pm IST
26 Thursday, June 20 Australia vs Bangladesh Trent Bridge, Nottingham 3.00 pm IST
27 Friday, June 21 England vs Sri Lanka Headingley, Leeds 3.00 pm IST
28 Saturday, June 22 India vs Afghanistan Hampshire Bowl, Southampton 3.00 pm IST
29 Saturday, June 22 West Indies vs New Zealand (D/N) Old Trafford, Manchester 6.00 pm IST
30 Sunday, June 23 Pakistan vs South Africa Lord's, London 3.00 pm IST
31 Monday, June 24 Bangladesh vs Afghanistan Hampshire Bowl, Southampton 3.00 pm IST
32 Tuesday, June 25 England vs Australia Lord's, London 3.00 pm IST
33 Wednesday, June 26 New Zealand vs Pakistan Edgbaston, Birmingham 3.00 pm IST
34 Thursday, June 27 West Indies vs India Old Trafford, Manchester 3.00 pm IST
35 Friday, June 28 Sri Lanka vs South Africa The Riverside, Durham 3.00 pm IST
36 Saturday, June 29 Pakistan vs Afghanistan Headingley, Leeds 3.00 pm IST
37 Saturday, June 29 New Zealand vs Australia (D/N) Lord's, London 6.00 pm IST
38 Sunday, June 30 England vs India Edgbaston, Birmingham 3.00 pm IST
39 Monday, July 1 Sri Lanka vs West Indies The Riverside, Durham 3.00 pm IST
40 Tuesday, July 2 Bangladesh vs India Edgbaston, Birmingham 3.00 pm IST
41 Wednesday, July 3 England vs New Zealand The Riverside, Durham 3.00 pm IST
42 Thursday, July 4 Afghanistan vs West Indies Headingley, Leeds 3.00 pm IST
43 Friday, July 5 Pakistan vs Bangladesh Lord's, London 3.00 pm IST
44 Saturday, July 6 Sri Lanka vs India Headingley, Leeds 3.00 pm IST
45 Saturday, July 6 Australia vs South Africa (D/N) Old Trafford, Manchester 6.00 pm IST
46 Tuesday, July 9 Semi-Final #1 (1 vs 4) Old Trafford, Manchester 3.00 pm IST
47 Wednesday, July 10 Reserve Day Old Trafford, Manchester 3.00 pm IST
48 Thursday, July 11 Semi-Final #2 (2 vs 3) Edgbaston, Birmingham 3.00 pm IST
49 Friday, July 12 Reserve Day Edgbaston, Birmingham 3.00 pm IST
50 Sunday, July 14 Final Lord's, London 3.00 pm IST
51 Monday, July 15 Reserve Day Lord's, London 3.00 pm IST