টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে ক দিন আগে হওয়া দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হওয়া টেস্টটাই ফয়সালা হওয়া সংক্ষিপ্ততম ম্যাচ হওয়ার রেকর্ড গড়েছে। গত ৩ জানুয়ারি থেকে কেপটাউনের নিউল্যান্ডে হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টটা ম্যাচ ৬৪২টি বলে (১০৭ ওভার) শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, পাঁচদিনের ম্যাচ প্রায় একদিনেই খতম হয়ে গিয়েছিল। আর এতে কাঠগড়ায় উঠেছিল নিউল্যান্ডসের (Newlands Cricket Ground) পিচ।
কেপটাউনের এই মাঠের পিচে ব্যাটারদের শট নেওয়া তো দূরের কথা, কোনওরকমে টিকে থাকাই কঠিন ছিল। নিউল্যান্ডের সেই পিচকে 'অসন্তোষজনক বা আনস্যাটিসফেকারি' ('unsatisfactory') রেটিং দিল আইসিসি।
দেখুন খবরটি
International Cricket Council (#ICC) announced that the pitch for the recently-concluded second Test between South Africa and India at Newlands Cricket Ground in #CapeTown, which is now the shortest-ever completed Test match, has been rated as 'unsatisfactory'. pic.twitter.com/1sfsiPbOwZ
— IANS (@ians_india) January 9, 2024
প্রসঙ্গত, কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায়। মহম্মদ সিরাজের ১৫ রানে ৬ উইকেটের দুরন্ত স্পেলে ২৩.৩ ওভারেই শেষ হয়ে গিয়েছিল প্রোটিয়াদের ইনিংস। এরপর প্রথম ইনিংসে ভারত তাদের শেষ ৬টি উইকেট হারায় শূন্য রানে। শেষ অবধি কেপটাউনে রোহিত শর্মা-রা ৭ উইকেটে জিতলেও পিচ নিয়ে তীব্র সমালোচনা হয়।