Jay Shah (Photo Credit: X)

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের সঙ্গে শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের সুহানা সফর। এরপরই ৬ জুলাই পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবোয়ে সফরে যাবে ভারত। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এখনও ঘোষণা হয়নি ভারতীয় দলের হেড কোচের নাম। তাই জিম্বাবোয়ে সফরে দলের ভারপ্রাপ্ত কোচ হিসাবে দেখা যাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণকে।এর আগেও রাহুল দ্রাবিড় বিশ্রাম নেওয়ার সময় লক্ষ্মণ কোচিংয়ের দায়িত্ব সামলেছে।

জুলাইয়ের ২৭ তারিখ  থেকে ভারতের শ্রীলঙ্কা সফর রয়েছে। সেখানে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। তবে শ্রীলঙ্কা সফরে যে ভারতীয় দলের সঙ্গে দলের নতুন কোচকে দেখা যাবে, তা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তবে রাহুল জমানার পরবর্তী ব্যাটন কার হাতে তা খোলসা করেননি তিনি।

সূত্রের খবর বড় কোন পরিবর্তন না হলে ভারতীয় কোচের দায়িত্ব পেতে পারেন গৌতম গম্ভীর। সেক্ষেত্রে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ-সহ বাকি সাপোর্ট স্টাফদের নিজেই নির্বাচন করবেন তিনি। জয় শাহ ও তাঁর বক্তব্যে ধোঁয়াশা বজায় রেখেছেন। তিনি বলেছেন- "কোচ এবং নির্বাচকদের শীঘ্রই নিয়োগ করা হবে। CAC এর সাক্ষাৎকার পর্ব শেষ, তাঁরা ইতিমধ্যে দুটি নাম শর্ট লিস্ট করেছে এবং মুম্বই পৌঁছানোর পরে তারা যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সে অনুযায়ী ঘোষণা করব। তবে ৬ জুলাই  ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে যাচ্ছেন তবে নতুন কোচ শ্রীলঙ্কা সিরিজ থেকে যোগ দেবেন'।