মুম্বই, ১৯ সেপ্টেম্বর: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং নাতাশা স্ট্যানকোভিকের (Natasa Stankovic) সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে একসময় জোর চর্চা শুরু হয়। নাতাশার সঙ্গে হার্দিকের বিচ্ছেদ কেন হচ্ছে, তা নিয়ে নানা মুনির নানা মত প্রকাশ্যে আসে। এমনকী নাতাশা সাইবেরিয়ান জিম প্রশিক্ষক তথা মডেল অ্যালেক্সের সঙ্গে সম্পর্কে জড়ান বলেই হার্দিকের সঙ্গে বিচ্ছেদ হয়। এমন মন্তব্যে ভরে উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়া। তবে এসবের মাঝে একটি নয়া খবর প্রকাশ্যে আসে।
জানা যায়, হার্দিক পান্ডিয়া গায়িকা জ্যাসমিন ওয়ালিয়ার (Jasmin Walia) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। জ্যাসমিনের সঙ্গে বিচ্ছেদের পর মাহেইকা শর্মা নামে আরও এক অভিনেত্রী, মডেলের সঙ্গে হার্দিক সম্পর্কে জড়ান বলে শোনা যায়।
জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে হার্দিকের বিচ্ছেদের পর মুখ খোলেন গায়িকা। জ্যাসমিন দাবি করেন, তিনি এবং হার্দিক ২ বছর ধরে ডেট করেছেন। জ্যাসমিনের এই বক্তব্য সবার নজর কাড়তে শুরু করেছে। নাতাশার সঙ্গে হার্দিক যখন সংসার করছিলেন, সেই সময়ই ক্রিকেটর স্ত্রীকে ঠকানো শুরু করেন বলে অনেকে মন্তব্য করেন। নাতাশা এবং হার্দিকের সংসারে জ্যাসমিন প্রবেশ করার পর তা ভেঙে যায় বলে মনে করছেন অনেকে।
এই সেই জ্য়াসমিন ওয়ালিয়া যাঁর সঙ্গে সম্পর্কের জেরে নাতাশার সঙ্গে হার্দিকের বিচ্ছেদ হয় বলে জানা যায়...
View this post on Instagram
জ্যাসমিন যখন হার্দিকের সঙ্গে ২ বছর ধরে সম্পর্কে ছিলেন বলে দাবি করেন, সেই সময় এক ব্যক্তিকে ইনস্টাগ্রামে লিখতে দেখা যায়, নাতাশার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার আগেই ওই গায়িকা ক্রিকেটরের জীবনে ঢুকে পড়েন। নাতাশার সঙ্গে হার্দিক পান্ডিয়া যখন সংসার করছিলেন, সেই সময়ই তিনি স্ত্রীর অজান্তে তৃতীয় কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যার ফলে হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিকের সংসার ভেঙে যায় বলে দাবি নেটিজেনদের একাংশের।