Surya kumar Yadab receive Fielding Medal Photo Credit: Twitter@CricCrazyJohns

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে কারও তেমন একটা আগ্রহ নেই। তার ওপর আবার বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরা, মহম্মদ সামিদের মত তারকারাও খেলছেন না। অস্ট্রেলিয়ারও তেমন হল। ক দিন আগে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়া দুই দেশের মধ্য হওয়া চলতি টি-২০ সিরিজটা তাই ভাঙাহাটের মতই। সেই সিরিজের প্রথম দুটি খেলায় জিতে, তৃতীয় টি-২০ ম্যাচে সিরিজ জয়ের হাতছানি সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলা টিম ইন্ডিয়ার। আজ অসমে জিতলেই অজিদের বিরুদ্ধে কার্যত গুরুত্বহীন টি-২০ সিরিজে জিতবে দ্বিতীয় সারির টিম ইন্ডিয়া। তবে আগামী বছর টি-২০ বিশ্বকাপের যে সিরিজ জেতাটা গুরুত্বপূর্ণ হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটিতে কার্যত দ্বিতীয় সারির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে হেরে প্রথমে ব্য়াট করছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলে একটাই পরিবর্তন-বাংলার পেসার মুকেশ কুমারের পরিবর্তে গুয়াহাটিতে খেলছেন আবেশ খান। বিয়ে করবেন বলে বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন মুকেশ। বাংলার তারকা পেসারের ছুটি মঞ্জুর করে বোর্ড।

দেখুন এক্স

অস্ট্রেলিয়া দলে সেখানে তিনটি পরিবর্তন হয়েছে। বিশ্বকাপ ফাইনালের সুপার হিরো ট্রাভিস হেড এই ম্য়াচে খেলছেন। উইকেটকিপার-অধিনায়ক ম্যাথু ওয়েডের দলে হেড ছাড়াও এসেছেন দুই পেসার বেহেরনডফ ও কেন রিচার্ডসন। খেলছেন না শর্ট, শন অ্যাবোট, অ্যাডাম জাম্পা, স্টিভ স্মিথ। বিশ্বকাপ জয়ের পর চলতি টি-২০ সিরিজকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না অজি শিবির। বেশ কয়েকজন ক্রিকেটার সিরিজের মাঝপথেই দেশে ফিরেছেন।

গুয়াহাটিতে ভারতীয় একাদশ- যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোডয়েড়, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভর্মা, রিঙ্কু সিং,অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান।

দেখুন ভারতের প্রথম একাদশ

অস্ট্রেলিয়ার একাদশ-অ্যারোন হার্ডি, ট্র্য়াভিস হেড, জোস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (অধিনায়ক/উইকেটকিপার), কেন রিচার্ডসন, ন্যাথান এলিস, ডেসন বেহরনড্রফ, তনভির সাংঘাষ