MI beats GT. (Photo Credits: X)

MI vs GT, : মুম্বই ইন্ডিয়ন্সের (Mumbai Indians) কাছে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। শুক্রবার মুল্লানপুরে এলিমিনেটরে হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে জয়ের জন্য ২২৯ রান তাড়া করতে নেমে, গিলরা করলেন ৬ উইকেটে ২০৮ রান। রোহিত শর্মার দুরন্ত এই জয়ের ৫০ বলে ৮১ রানের দুরন্ত ইনিংসের সুবাদে গুজরাটকে ২০ রানে হারিয়ে ফাইনালে ওঠা থেকে আর একধাপ দূরে থাকল আম্বানিদের ফ্র্যাঞ্চাইজি। ফাইনালে ওঠার লড়াই কোয়ালিফায়ার টু-তে এবার রবিবার আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ন্স ও পঞ্জাব কিংস। রবিবার কোয়ালিফায়ার টু-তে যারাই জিতবে তারা মঙ্গলবার মোদী স্টেডিয়ামে ফাইনালে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।

৮০ রানের দুরন্ত ইনিংস খেলে ট্র্য়াজিক হিরো সাই সুদর্শন

এদিন, রান তাড়া করতে নেমে ৪৯ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেও ট্র্যাজিক হিরো বনে গেলেন এবারের আইপিএলের অন্যতম সেরা ব্যাটার সাই সুদর্শন। দারুণ খেললেন ওয়াশিংটন সুন্দর (২৪ বলে ৪৮)। তবে জশপ্রীত বুমরা, ট্রেন বোল্ট-রা অভিজ্ঞতার পরিচয় দিয়ে ম্যাচ বের করে নিলেন। সাই-সুন্দর যতক্ষণ ক্রিজে ছিলেন মনে হচ্ছিল গুজরাট হয়তো ম্য়াচ বের করে নেবে, সাইয়ের আউটের পরেই ক্রমশ পরিষ্কার হয়ে যায় গিলদের আইপিএল অভিযান এবার শেষ হচ্ছে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলে এদিন ২ বলে মাত্র ১ রান করে বোল্টের বলে এলবি হয়ে ফিরে যান অধিনায়ক গিল।

দারুণ জয় মুম্বইয়ের

ম্যাচের সেরা রোহিত শর্মা

এদিন, ৫০ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন রোহিত শর্মা। ৪টি ওভার বাউন্ডারি, ৯টি বাউন্ডারিতে সাজানো ছিল রোহিতের ইনিংস। অন্যদিকে, প্রথমবার মুম্বইয়ে জার্সিতে নেমে ২২ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেললেন ব্রিটিস ওপেনার-উইকেটকিপার জনি বেয়ারস্টো। তিনে নেমে ২০ বলে ২২ রানের কার্যকরী ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। শেষের দিকে অধিনায়ক হার্দিকের ৩টি ছক্কায় ৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংসে মুম্বইয়ের রানটা অনেকটা ভাল জায়গায় চলে যায়।