মুম্বইয়ের পর ভাইজাগ। পরপর দুটো ওয়ানডে ম্যাচে 'গোল্ডেন ডাক' বা প্রথম বলেই আউট হলেন ভারতের তারকা ব্যাটার সূর্যুকমার যাদব (Surya kumar Yadav)। মুম্বইয়ের মত ভাইজাগেও অজি পেসার মিচেল স্টার্কের বলে এলবি হলেন সূর্য। এবারও ক্রিজে নামার পর প্রথম ডেলিভারিতে খেলতে নেমেই আউট। টি-২০-তে আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকলেও ওয়ানডে ক্রিকেটে সূর্য অস্ত যাওয়ার পথে বলেই আশঙ্কা নেটিজেনদের। ওয়ানডে-তে গত দশটা ইনিংসেই রানের মধ্যে নেই মুম্বইের এই তারকা মিডল অর্ডার ব্যাটার।
টেস্ট সিরিজে শ্রেয়স আইয়ার চোট পাওয়ায়, ওয়ানডে-তে খেলার সুযোগ পাচ্ছেন সূর্য। কিন্তু অস্ট্রেলয়ার বিরুদ্ধে প্রথম দুটো ওয়ানডে-তে একেবারেই ব্যর্থ হলেন তিনি। টি-২০ আর ওয়ানডে-তে একেবারে ভিন্ন ধরনের ব্য়াটার দেখায় ৩২ বছরের সূর্যকে। দেশের হয়ে ২২টি ওয়ানডে খেলা সূর্যের ব্য়াটিং গড় মাত্র ২৭, রান করেছেন ৪৩৩, কোনো সেঞ্চুরি নেই। সেখানে ১৭৫-র বেশী স্ট্রাইক রেটে করে দেশের জার্সিতে টি-২০তে এখনই তিনটি সেঞ্চুরি হয়ে গিয়েছে তাঁর। ওয়ানডে-তে সূর্যের পরিবর্তে সঞ্জু স্যামসনকে দলে আবার দাবি জোরালো হচ্ছে। অভাববোধ হচ্ছে ওয়ানডে-তে দুরন্ত ফর্মে থাকা শ্রেয়স আইয়ারের।
দেখুন শেষ দশ ইনিংসে সূর্যের রান
Does SKY deserve a place in India's ODI XI? 😳#INDvAUS #SuryakumarYadav #Cricket pic.twitter.com/Ep5z0DvfkO
— Sportskeeda (@Sportskeeda) March 19, 2023
দেখুন টুইট
SKY’s ordinary run in ODIs continues.
Indian No.4s to get out first ball twice in the same men’s ODI series/tournament:
✅ Mohammad Azharuddin (Wills Trophy in Sharjah, 1991/92)
✅ Suryakumar Yadav (India v Australia, 2022/23)#INDvAUS #IndianCricket #SuryakumarYadav pic.twitter.com/0fZxAmlNJ5
— Wisden India (@WisdenIndia) March 19, 2023
রবিবার ভাইজাগে দ্বিতীয় ওয়ানডে-তে অজি পেসার মিচেল স্টার্কের ডেলিভারিতে এলবি আউট হয়ে ফিরে যান সূর্য। ওয়াংখেড়েতে নিজের ঘরের মাঠেও সূর্য এলবি হয়ে গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন।