Shami replace bumrah Photo Credit: Twitter@CricCrazyJohns

আগামিকাল, বুধবার রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে নামছে ভারত। মোহালি ও ইন্দোরে টানা দুটো ম্যাচে জিতে আগেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার টিম ইন্ডিয়ার সামনে সুযোগ ওয়ানডে-তে প্রথমবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার। সিরিজের প্রথম দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজদের। রোহিতের পরিবর্তে সিরিজের প্রথম দুটি ম্য়াচে অজিদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। এবার দলে ফিরে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। প্রসঙ্গত, ইন্দোরে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন শুবমন গিল। আর মোহালিতে পাঁচ উইকেট নিয়ে নজির গড়েছিলেন সামি।

স্কোয়াডে থাকলেও টিম ইন্ডিয়ার ম্যানজেমন্ট রাজকোটে বিশ্রাম দিচ্ছেন শুবমন গিল, মহম্মদ সামি, শার্দুল ঠাকুরকে। স্কোয়াডে ফিরলেও রাজকোটে খেলানো হচ্ছে না হার্দিক পান্ডিয়াকেও। চোট না সারায় খেলছেন না অক্ষর প্যাটেলও। এমন কথাই জানালেন রোহিত শর্মা। বুধবার রাজকোটে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা ও ইশান কিষাণকে। ইন্দোরে বিশ্রাম সেরে রাজকোটে খেলতে দেখা যেতে পারে তারকা পেসার জশপ্রীত বুমরা। দু ম্যাচ বিশ্রামের পর দলে ফিরছেন মহম্মদ সিরাজও। এশিয়া কাপের ফাইনালের পর ফের রাজকোটে এক সঙ্গে দেখা যাবে ভারতের দুই তারকা পেসার বুমরা-সিরাজকে।

আরও পড়ুন-এশিয়াডে ঐতিহাসিক সোনা জিতল ভারত এক অজানা খেলায়

দেখুন এক্স

এদিকে, রাজকোটে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ফিরছেন প্যাট কামিন্স। ইন্দোরে কামিন্স বিশ্রাম নেওয়ায় অজি দলকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। টানা পাঁচটা ওয়ানডে ম্য়াচ হেরে বিশ্বকাপের আগে একেবারে কোণঠাসা অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে দু দলের কাছে এটাই শেষ অফিসিয়াল ম্য়াচ। এরপর দুটি দল শুধু ওয়ার্ম আপ বা প্রস্তুতি ম্যাচে খেলবে।

প্রসঙ্গত, আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ের চিপকে রাউন্ড রবীন লিগের ম্যাচে খেলবে ভারত-অস্ট্রেলিয়া।

রাজকোটে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

দ্বাদশ ব্যক্তি: ওয়াশিংটন সুন্দর