বিরল নজির গড়লেন গ্যারি ব্যালেন্স (Gary Ballance)। ইংল্যান্ডের পর এবার জিম্বাবোয়ের হয়ে খেলে টেস্ট সেঞ্চুরি করলেন ব্য়ালেন্স। টেস্টের ইতিহাসে দুনিয়ার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দুটো দেশের হয়ে সেঞ্চুরি করার নজির গড়লেন ব্যালেন্স। মঙ্গলবার বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যালেন্স ১৯০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। জিম্বাবোয়ের জার্সিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ব্ল্যালেন্স অবিশ্বাস্য ব্যাটিং করেন।
তিনি যখন ব্যাট করতে নামেন তখন জিম্বাবোয়ে ১০৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে নিশ্চিত ফলো অনের মুখে দাঁড়িয়ে ছিল। এরপর কেমার রোচ, জেসন হোল্ডারদের বিরুদ্ধে দারুণ খেলে নজির গড়া সেঞ্চুরি গড়লেন। ওয়েস্ট ইন্ডিজের ৯জন বল করেও ব্ল্যালেন্সকে রুখতে পারলেন না।
ব্য়ালেন্সের দুরন্ত ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ বাঁচানোর পথে জিম্বাবোয়ে। ইংল্যান্ডের জার্সিতে ব্যালেন্সের অভিষেক টেস্ট সেঞ্চুরিটা ছিল লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে, ২০১৪ সালে। এরপর মহেন্দ্র সিং ধোনির দলের বিরুদ্ধেও লর্ডসে সেঞ্চুরি আছে ব্যালেন্সের।
ইংল্যা্ডের হয়ে ২৩টি টেস্টে চারটি সেঞ্চুরি আছে ব্যালেন্সের। এবার জিম্বাবোয়ের হয়ে প্রথম টেস্টেই সেঞ্চুরি করেন ২০১৭ সালে নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার পর আর কখনও ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে নামেননি। ৬ বছর পর ব্যালেন্স ৩৩ বছর বয়েসে তাঁর জন্মগত দেশ জিম্বাবোয়েতে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন। আরও পড়ুন-নাগপুরে তিন স্পিনারে নামছে ভারত, ইঙ্গিত রাহুলের
চলতি বছর ১২ জানুয়ারি হারারেতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁর জিম্বাবোয়ের জার্সিতে অভিষেক হয়। এরপর শনিবার থেকে শুরু হওয়া বুলাওয়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিম্বাবোয়ের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নামেন ব্যালেন্স। আগে জিম্বাবোয়ে অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার পর কাউন্টিতে নজর কাড়া পারফরম্যান্স করেন। তখন ২০১৩ সালে ইংলেযান্ডের হয়ে ওয়ানডে-তে অভিষেক হয়। এক বছর পর ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়ে অ্যাসেজ সিরিজে, সিডনিতে।