ICC T20 World Cup trophy (Photo credit: Twitter)

১) হকি বিশ্বকাপ (১৩ জানুয়ারি-২৯ জানুয়ারি): ১৩ জানুয়ারি থেকে ওডিশায় হবে ১৫তম হকি বিশ্বকাপ। ১৬টি দেশকে নিয়ে হবে এই হকি বিশ্বকাপ। ফেভারিট হিসেবে নামবে অস্ট্রেলিয়া। টোকিও অলিম্পিকে পদক জয়ের পর ভারতের সামনে সুযোগ ৪৮ বছর পর হকি বিশ্বকাপ জেতার।

২) মহিলাদের টি-২০ বিশ্বকাপ (১০-২৬ ফেব্রুয়ারি): আগামী ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় হবে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। ১০টি দেশকে নিয়ে হবে মহিলাদের কুড়ির বিশ্বকাপের অষ্টম সংস্করণ। গত দুটি মহিলাদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০২০ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত।

৩) চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (১০ জুন, ২০২৩): ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনানল আয়োজিত হবে ১০ জুন। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে তুরস্কের ইস্তানবুলে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার পর লিওনেল মেসি এবার পিএসজি-কে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারেন কি না সেটা দেখার।

৪) মহিলাদের ফুটবল বিশ্বকাপ (২০ জুলাই-২০ অগাস্ট)- এবার মহিলাদের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে। ২০ জুলাই থেকে শুরু হবে মহিলাদের বিশ্বকাপ। ৯টি শহরে হবে খেলা। ফেভারিট আমেরিকা।

৫) ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ (অক্টোবর): ১২ বছর পর ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। অক্টোবরে ১০টি দেশকে নিয়ে বিশ্বকাপ। শেষবার ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। এবার কি তেমন হবে?

(এ ছাড়া উইম্বলডন ফাইনাল, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অ্যাসেজ সিরিজ, ট্যুর ডি ফ্রান্স, রাগবি ইউনিয়ন বিশ্বকাপ)