Lionel Messi To Visit Kolkata: কলকাতার ফুটবল ভক্তদের জন্য আসতে চলেছে ঐতিহাসিক মুহূর্ত। কিংবদন্তি আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi) এই বছরের ডিসেম্বরে ভারতের সফরে আসছেন। জানা গিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের জন্য দেশে আসবেন মেসি। এসে মেসি কলকাতাসহ, মুম্বই এবং দিল্লির সফর করবেন। Zee 24 Ghanta-এর রিপোর্ট অনুসারে, মেসিকে কলকাতার ইডেন গার্ডেনে সম্মানিত করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কলকাতায় তার থাকার সময়, মেসি ছোটদের জন্য একটি ফুটবল ওয়ার্কশপ করবেন। এছাড়া তিনি একটি ফুটবল ক্লিনিকেরও উদ্বোধন করবেন। তার সম্মানে ইডেন গার্ডেনে একটি সাত জনের দল করে 'জিওএটি কাপ' (GOAT Cup) অনুষ্ঠিত হবে। Real Madrid vs Al Hilal, FIFA Club World Cup 2025 Live Streaming: রিয়াল মাদ্রিদ বনাম আল হিলাল, কখন, কোথায় দেখবেন ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫
ডিসেম্বরে কলকাতায় আসছেন লিওনেল মেসি
BREAKING :
Football Legend and World Cup winner, 🇦🇷 Lionel Messi will set foot again in Kolkata this December
— Messi will return to India this December with a three city tour including Kolkata, Mumbai and Delhi
— The event will feature The Goat Cup, a seven side celebrity… pic.twitter.com/Iz1eCGCDu0
— Mohun Bagan Hub (@MohunBaganHub) June 17, 2025
দিল্লিতে মেসি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করতে পারেন এবং হয়তো জওহরলাল নেহেরু স্টেডিয়াম অথবা ফিরোজ শাহ কোটলা মাঠে যেতে পারেন। এদিকে, মুম্বই ব্রাবোর্ন স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে তার আপ্যায়ন করা হবে, যেখানে ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে একটি সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এর আগে আর্জেন্টিনা এই অক্টোবর মাসে কেরালায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আসছে। সেখানে মেসির নেতৃত্বে খেলা দেখা যাবে বলে আশা করা যায়। যদিও প্রতিপক্ষ এবং ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে এটি মেসির প্রথম ভারত সফর নয়। ২০১১ সালের সেপ্টেম্বরে মেসি প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দেন।