ICC Men's World Cup Trophy 2023 (Photo Credit: ESPNCricinfo/ X)

অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষিত হল। দক্ষিণ আফ্রিকায় ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড-আমেরিকা যুক্তরাষ্ট্র। গতবারের চ্যাম্পিয়ন ভারতের অনুর্ধ্ব ১৯ দলের প্রথম খেলা বাংলাদেশের বিরুদ্ধে, ২০ জানুয়ারি। ভারত আছে গ্রুপ এ-তে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে।

ভারতের ছোটদের গ্রুপের শেষ দুটি ম্যাচ যথাক্রমে আয়ারল্যান্ড (২৫ জানুয়ারি), ও আমেরিকা (২৮ জানুয়ারি)-এর বিরুদ্ধে। গ্রুপে ভারতের সব কটি ম্যাচ হবে ব্লুমফেনটনে। পাকিস্তান আছে গ্রুপ সি-তে। পাকিস্তানের গ্রুপে আছে নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল।

দেখুন পূর্ণাঙ্গ সূচি

১৬টি দেশকে চারটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে এবারের ছেলেদের আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল নক আউট রাউন্ডে উঠবে। ভারত গত চারটি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে। তার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। ভারত মোট পাঁচবার এই বিশ্বকাপ জিতেছে। গতবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল যশ ধুলের নেতৃত্বে খেলা ভারত।