কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) শুরুটা অনবদ্য় করেছিল স্পেন (Spain)। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ ব্য়বধানে হারিয়েছিল তারা। তবে চার বারের চ্যাম্পিয়ন জার্মানির (Germany) বিরুদ্ধে ম্যাচ একেবারেই সহজ ছিল না। ম্যাচ শুরুর আগে চাপে ছিল জার্মান শিবিরও। প্রথম ম্যাচে জাপানের (Japan) কাছে হারার পর এটাই ছিল তাদের মরণবাঁচন ম্যাচ। ২০১৪ বিশ্বকাপ জয়ের পরের ২০১৮ বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায়। এবারও জার্মানির গ্রুপপর্বের পারফরম্যান্স তথৈবচ। তবে শেষমেশ পিছিয়ে পড়েও স্পেনের বিপক্ষে ১-১ ড্র করলো তাঁরা।আর তার ফলেই শেষ ষোলোয় যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা দেখা দিল হ্যান্সি ফ্লিকের দলের।
A thrilling ending 😅 It's a point against Spain that keeps us in the running 💪#GER #FIFAWorldCup #ESPGER pic.twitter.com/8f5YwxIWuV
— Germany (@DFB_Team_EN) November 27, 2022
প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধে এসে তিকি-তাকার ঝড় সামলে নিজেদের গুছিয়ে নেয় চারবারের শিরোপাজয়ীরা। তবে এরই মাঝে ধাক্কা দেয় স্পেন, দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫৪ মিনিট) ফেরান তোরেসের পরিবর্তে আলভারো মোরাতাকে নামান স্পেন কোচ লুইস এনরিকে। মাঠে নামার ৮ মিনিটের মধ্যেই রং বদলে দিলেন। জর্ডি আলবার ক্রস থেকেই গোল করে স্পেনকে এগিয়ে দেন আলভারো মোরাতা। টেকনিক্যাল এরিয়ায় কোচ লুইস এনরিকের উচ্ছ্বাস ছিল দেখার মতো।
A late equaliser kept 🇩🇪 Germany's #FIFAWorldCup hopes alive!
See the highlights on FIFA+ ⤵️
— FIFA World Cup (@FIFAWorldCup) November 27, 2022
তবে কাঁটা দিয়েই কাঁটা তুলেছে জার্মানিও,ম্যাচের ৭০ মিনিটে জোড়া পরিবর্তন করেন জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক। ইকে গুন্ডোগান এবং থমাস মুলারের পরিবর্তে লেরয় সানে এবং নিক্লাস ফুলক্রুগ মাঠে নামেন। অবশেষে ৮৩ মিনিটের মাথায় মুসিয়ালার পা থেকে বল নিয়ে গোল করে জার্মানিকে সমতায় ফেরান জার্মানির হয়ে বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামা নিকলাস ফুলক্রুগ।ক্যারিয়ারের দীর্ঘ সময় ফুলক্রুগ হিলেন দ্বিতীয় ডিভিশনের খেলোয়াড়। ২৯ বছর বয়সে জার্মানির জার্সি গায়ে অভিষেক হয়ে বিশ্বকাপে এসেই পেলেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় গোল এবং জার্মানিকে বাঁচালেন পরাজয় থেকে।