Vincent Aboubakar. (Photo Credits: Twitter/Euro Sports)

দোহা, ২ ডিসেম্বর: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে অপ্রত্য়াশিতভাবে হেরে গেল ব্রাজিল। গ্রুপ লিগের শেষ ম্যাচে লুসেইল স্টেডিয়ামে ৯২ মিনিটে ভিনসেন্ট আবৌবাকারের (Vincent Aboubakar) দুরন্ত হেডার থেকে গোলে ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দেশকে হারাল ক্যামেরুন। এই প্রথম ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোনও আফ্রিকার দেশের কাছে হারল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিদায় নিলে ব্রাজিলকে হারিয়ে আফ্রিকান ফুটবলের ইতিহাসে নিজেদের নামটা স্বর্ণাক্ষরে তুলে গহেল ক্যামেরুন। তবে হেরেও গোলপার্থক্যে সুইজারল্যান্ডকে পিছনে ফেলে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল। কাসিমারো, রিচার্লিসন, আলিসন বেকার সহ একাধিক তারকা ছাড়াই ক্যামেরুনের বিরুদ্ধে খেলতে নেমে বড় ধাক্কা খেলো ব্রাজিল। শুধু হারই নয়, কাতার বিশ্বকাপে প্রথম গোলও হজম করল তিতের দল।

শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। যে দক্ষিণ কোরিয়া গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে প্রি কোয়ার্টারে উঠেছে। অন্যদিকে, ব্রাজিলের গ্রুপে দ্বিতীয় হয়ে প্রি কোয়ার্টারে উঠল সুইসরা। আরও পড়ুন-পর্তুগালকে হারিয়ে নাটকীয় কায়দায় নক আউটে দক্ষিণ কোরিয়া, জিতেও বিদায় উরুগুয়ে

দেখুন ছবিতে

সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে নক আউটে সুইজারল্যান্ড খেলবে পর্তুগালের বিরুদ্ধে। সার্বিয়ার বিরুদ্ধে ১-২ গোলে পিছিয়ে ছিল সুইসরা। ৪৪ মিনিটে ব্রিল এমবোলোর গোলে সমতায় ফেরার পর ৪৮ মিনিটে রেমো ফ্রেউলেরের গোলে জিতে যায় সুইসরা। ম্যাচের ২০ মিনিটে সুইসদের পক্ষ প্রথম গোলটি করেন জারদান শাকিরি।

প্রি কোয়ার্টার ফাইনালে

নেদারল্যান্ডস বনাম আমেরিকা

ইংল্যান্ড বনাম সেনগাল

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া

ফ্রান্স বনাম পোল্যান্ড

মরক্কো বনাম স্পেন

জাপান বনাম ক্রোয়েশিয়া

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া

পর্তুগাল বনাম সুইজারল্যান্ড