Lauren James see red card on Women's World Cup. (Photo Credits: Twiiter)

দশ জনে খেলেও মহিলাদের ফুটবল বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড। নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ইংল্য়ান্ড। ম্যাচের ৮৭ মিনিটে ইংল্যান্ডের তারকা ফুটবলার লরেন জেমস লাল কার্ড দেখেন। জেমসের লাল কার্ড দেখার সঙ্গে আর্জেন্টিনার বিরুদ্ধে ১৯৯৮ বিশ্বকাপে দেখা ডেভিড বেকহ্য়ামের লাল কার্ডের তুলনা করা হচ্ছে। তবে সেদিন আর্জেন্টিনার বিরুদ্ধে বেকহ্যামের লাল কার্ডের ফলে হেরে গিয়েছিল ইংল্যান্ড, এদিন অবশ্য জয় পেলে ইংল্যান্ড মহিলা দল।

সোমবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনের সান কর্প স্টেডিয়ামে মহিলাদের চলতি বিশ্বকাপের পঞ্চম কোয়র্টার ফাইনালে ইংল্যান্ড-নাইজেরিয়া ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য অবস্থায় শেষ হয়। এরপর দুই অর্ধের এক্সট্রা টাইমেও কোনও গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। তারকা খচিত ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত সাধ্য না দারুণ লড়াই করে নাইজেরিয়াকে। টাইব্রেকারে দারুণ কিছু সেভ করে দলকে শেষ আটে নিয়ে গেলেন ইংল্যান্ড তথা ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ম্যারি ইয়ারপস (Mary Earps)। টাইব্রেকারে ৪-২ গোলে জেতে ইংল্যান্ড মহিলা দল। প্রসঙ্গত, গত বছর মহিলাদের ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। আরও পড়ুন- সিরিজ সেরার পুরস্কারে আমেরিকায় হাফ কাটা জমি পেলেন ক্য়ারিবিয়ান তারকা ক্রিকেটার

মহিলাদের গত ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আমেরিকার কাছে হেরেছিল ইংল্যান্ড। মহিলাদের ফিফা বিশ্বকাপে দু বার সেমি ফাইনালে খেললেও কখনও ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। এবার গ্রুপ লিগে তিনটে ম্য়াচেই জেতে নক আউটে উঠেছিল ইংল্যান্ড।

দেখুন টুইট

ইতিমধ্যেই মহিলাদের চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে স্পেন, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন। গতকাল, সুইডেনের কাছে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে হেরে বিদায় নেয় গত দুবারের চ্যাম্পিয়ন আমেরিকা। গ্রুপ লিগেই থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনার মত মহিলাদের ফুটবলেও শক্তিধর দেশ।