Kedar Jadhav Joins BJP. (Photo Credits: X)

Kedar Jadhav Joins BJP: বিজেপিতে যোগ দিলেন দেশের আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার। গত বছর বাইশ গজ থেকে পাকাপাকি অবসর নেওয়ার পর, এবার ৪০ বছরের মারাঠা ক্রিকেটার কেদার যাদব (Kedar Jadhav) রাজনীতিতে শাসক দলে যোগ দিলেন। গৌতম গম্ভীর, ইউসুফ পাঠানদের মত এবার ভারতের প্রাক্তন তারকা ব্যাটার কেদার যাদব বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে সাংসদ হতে পারেন বলে জল্পনা। বিজেপিতে যোগ দিয়ে নরেন্দ্র মোদীর প্রশাংসা ঝরে পড়ল কেদারের মুখ। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহাারষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিশেরও প্রশংসা করলেন। বাইশ গজের লড়াকু চরিত্র কেদার রাজনীতিতে লড়াই করবেন বলে জানালেন।

বছর সাতেক টিম ইন্ডিয়ার জার্সিতে সুনামের সঙ্গে খেলেন

২০১৪ সালে দেশের জার্সিতে কেদারের অভিষেক হয়েছিল। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে রানার্স হওয়া টিম ইন্ডিয়া-র গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কেদার। খেলা ছাড়ার পর এমএস ধোনির সঙ্গে জোট বেঁধে পুষ্টি-এনার্জি ড্রিঙ্কস কোম্পানির ব্যবসা করছেন তিনি।

কেদার যাদবের বিজেপিতে যোগ

দেশের হয়ে মোট ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন

দেশের ক্রিকেট রাজধানী মহারাষ্ট্র বিজেপিতে যোগ হল সেলেব নাম। ভারতের হয়ে ৭৩টি ওয়ানডে ও ৯টি আন্তর্জাতিক কটি-২০ খেলা কেদার একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে মিডল অর্ডারে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের স্তম্ভ। অপ্রত্যাশিতভাবে ওয়ানডে-তে বল হাতেও সফল হয়েছিলেন ধোনির কাছের ক্রিকেটার কেদার।ওয়ানডে-তে দুটি সেঞ্চুরি সহ মোচ ১৩৮৯ রান করেছেন, ব্যাটিং গড় ৪২। আর বল হাতে নিয়েছেন ২৭টি উইকেট। চেন্নাই সুপার কিংস সহ মোট পাঁচটা ফ্র্যাঞ্চাইজিতে খেলা কেদারের আইপিএলেও সাফল্য দেখার মত ছিল। চার বছর আগে দেশের হয়ে শেষবার খেলেছিলেন কেদার। তবে শেষের দিকে চোটের কারণে কিছুটা আগেই তাঁর কেরিয়ার শেষ হয়ে যায়।

রাজনীতিতে প্রাক্তন তারকা ক্রিকেটাররা

মহম্মদ আজহারউদ্দিন, কীর্তি আজাদ থেকে নভজোত সিং সিধু, চেতন শর্মা, গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি, আম্বাতি রায়াডু, ইউসুফ পাঠান-রা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পরবর্তীকালে রাজনীতিতে যোগ দেন।