KL Rahul: প্রস্তুতি ম্যাচে ওপেনার মায়াঙ্ক, কিপার হিসেবে খেলবেন রাহুল, পন্থ-ঋদ্ধি আইসোলেশনেই

লন্ডন, ১৯ জুলাই: ইংল্যন্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। মঙ্গলবার ডারহামে তিনদিনের ম্যাচে 'কাউন্টি সিলেক্ট' একাদশের বিরুদ্ধে বিরাট কোহলিরা নামছেন ওয়ার্ম আপ খেলায়। প্রথম শ্রেণীর ম্যাচের মর্যাদা দেওয়া হয়েছে এই খেলাটিকে। এই প্রস্তুতি ম্যাচে রোহিত শর্মা-র সঙ্গে ওপেন করবেন মায়াঙ্ক আগরওয়াল। উইকেটকিপার হিসেবে খেলবেন লোকেশ রাহুল। ঋষভ পন্থের করোনা ধরা পড়ার পর ভারতীয় দলে নেওয়া হয়েছে লোকেশ রাহুলকেও।

ঋষভ পন্থের মত ঋদ্ধিমান সাহাও আইসোলেশন থাকায় রাহুলকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলানো হচ্ছে। একইভাবে কোয়ারন্টিনে রয়েছেন বোলিং কোচ ভরত অরুণ ও তাঁর পরিবার। পাশাপাশি ঋদ্ধির মত বাংলার আর এক ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণও কোয়ারন্টিনে। আগামী মাস থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে মাঝপথে কোনও দলের মিডল অর্ডার ব্যাটসম্যান অফ ফর্ম-বা চোটে কাবু থাকলে রাহুলকে প্রস্তুত রাখা হচ্ছে।

৪ অগাস্ট থেকে ট্রেন্টব্রিজে শুরু ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাটের টেস্ট সিরিজের প্রথম খেলা।