গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করল। জোস বাটলারের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের স্কোয়াডে চমক তারকা পেসার জোফ্রে আর্চার। যে আর্চারকে সাম্প্রতিককালে ইংল্যান্ড ক্রিকেটের সবচেয়ে চর্চিত পেস বোলার হিসেবে ধরা হচ্ছে। বাববার চোটের কবলে পড়া আর্চার এবার বিশ্বকাপ স্কোয়াডে থাকলে। ইংল্যান্ডের তারকা খচিত দলের ব্যাটিংলাইনআপটা এমন- বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন। মানেই কাকে ছেড়ে কাকে ধরা যাবে। অলরাউন্ডার হিসেবে থাকছেন সহ অধিনায়ক মইন আলি ও স্যাম কুরান। স্পেশালিস্ট স্পিনার হিসেবে আদিল রশিদের সঙ্গে বাঁ হাতি স্পিনার হিসেবে থাকছেন টম হার্টলে। পেসার হিসেবে আর্চারের সঙ্গে মার্ক উড, ক্রিস জর্ডন, রেসে টপলে।
ব্যাটিংয়ের মত বোলিং অতটা শক্তিশালী নয়। তবে ফিনিশার, ম্যাচ উইনারের ছড়াছড়ি। ক্রিস ওকসের মত তারকা জায়গা পেলেন না। বেন স্টোকসের অভাব ঢাকার দায়িত্বে থাকছেন স্যাম কুরান। বাটলারের দলে এবারের আইপিএলের হিরোদের ছড়াছড়ি। শাহরুখ খানের কেকেআর-এর হয়ে ওপেনার ফিল সল্ট এবার যা খেলছেন তার অন্তত ৫০ শতাংশ টি টোয়েন্ট বিশ্বকাপে আসল ম্য়াচগুলোতে খেলে দিতে পারলে বাটলাররা আবার গতবারের মত কীর্তি ঘটাতে পারেন। বেঙ্গালুরুর উইল জ্যাকসের ক্ষেত্রেও তেমন বলা যায়। আর বাটলার আর বেয়ারস্টো-তো দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে টি-২০-তে বিস্ফোরণ ঘটাচ্ছেন। তবে ইংল্যান্ডের ব্যাটিং তুরুপের তাস এবারের আইপিএলে না খেলা হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন।
গতবার ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে তাদের দ্বিতীয় টি টোয়েন্ট বিশ্বকাপটা জিতেছিল ইংল্যান্ড। সেবারও অধিনায়ক ছিলেন বাটলার। তবে গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে ফেভারিট হিসেবে নেমে একেবারে খারাপ খেলে শুরুতেই বিদায় নিয়েছিলেন বাটলার-রা। এবার ব্রিটিশদের কামব্যাক করার সময়।
২০২৪ টি টোয়েন্ট বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড
জোস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন,মইন আলি (সহ অধিনায়ক), স্যাম কুরান, আদিল রশিদ, টম হার্টলে, জোফ্রা আর্চার, মার্ক উড, ক্রিস জর্ডন, রেসে টপলে।
প্রথম পছন্দের একাদশ হতে পারে- বাটলার, সল্ট, জ্যাকস, ব্রুক, লিভিংস্টোন,কুরান, মইন আলি, আদিল রশিদ, জোফ্রা আর্চার, মার্ক উড, ক্রিস জর্ডন। দ্বাদশ ব্যক্তি- বেন ডাকেট।
গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের স্কোয়াডের সঙ্গে এবারের তিনটি ফারাক-১) বেন স্টোকস নেই-উইল জ্যাকস আছেন।, ২) অ্যালেক্স হেলস নেই- ফিল সল্ট আছেন, ৩) ক্রিস ওকস নেই, রেস টপলে আছেন।