Ashes Test Series 2021-22: কপিল-সচিনকে ছুঁলেন রবিনসন, কীভাবে জেনে নিন
England pacer Ollie Robinson bowling off spin. (Photo Credits: Twitter)

অ্যাডিলেড, ১৯ ডিসেম্বর: অ্যাডিলেডে অ্যাসেজ টেস্টের চতুর্থ দিনে একেবারে খারাপ দিন ইংল্যান্ড। আগামিকাল, সোমবার ম্যাচের শেষদিনে ৬ উইকেট হারালেই ০-২ অ্যাসেজ পিছিয়ে পড়বে ইংল্যান্ড। আর সেখানে ইংল্যান্ডকে জিততে হল করতে হবে আরও ৩৮৬ রান। নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে থাকা দিনে এক ব্রিটিশ বোলার নজির গড়লেন। চলতি অ্যাসেজে (Ashes 2021) অবাক কাণ্ড ঘটালেন ইংল্যান্ডের (England) জোরে বোলার ওলি রবিনসন (Ollie Robinson)। আর সেই কাণ্ডের জন্য কপিল দেব, সচিন তেম্ডুলকরের পাশে নাম লিখিয়ে ফেললেন তিনি। তাহলে কি সেই কাণ্ড?

রবিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩৫ তম ওভারে আচমকা স্পিন বোলিং করতে শুরু করেন রবিনসন। ৩৫ তম ওভারে তিন রান দেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তারপর ৩৭ তম ওভারেও স্পিন বোলিং করেন। যিনি দুপুরেই অজি অধিনায়ক স্টিভ স্মিথকে আউট করেন। সেই সময় নিজের সাধারণ পেস বোলিংই করেন।  আরও পড়ুন: নিজের শহর রোজারিওতে নয়া উচ্চতায় মেসি, ২২৬ ফুট মুরাল এমএল-১০-র (দেখুন ভিডিও)

দেখুন টুইট

দ্বিতীয় ইনিংসে মারমুখী মেজাজে ব্যাট করে অজিরা বড় রানের লিড নিলেও কেন রবিনসন অফ স্পিন করতে গেলেন? ধারাভাষ্যকারদের মতে তলপেটে চোট পাওয়ার জন্য চতুর্থ দিনের সকালে মাঠে নামেননি জো রুট (Joe Root)। ইংল্যান্ডের অধিনায়ক যে ভাল অফ স্পিন করেন সেটা সবার জানা। অধিনায়কের অনুপস্থিতিতে রবিনসন শুধু দলকে সাহায্য করার চেষ্টা করছিলেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে রবিনসন প্রথম জোরে বোলার নন, যিনি দলের প্রয়োজনে অফ স্পিন বোলিং করেছিলেন। এই তালিকায় রয়েছে কপিল, গ্যারি সোবার্স, সচিন, ইয়ান বোথামের মতো ক্রিকেটারের নাম।