Ben Stokes

লর্ডস টেস্ট একেবারে জমিয়ে দিলেন ইংল্যান্ডের বোলাররা। একটা সময় মনে হচ্ছিল ক্রিকেটের মক্কায় অস্ট্রেলিয়া একেবারে উড়িয়ে দেবে ইংল্যান্ডকে। তখন অজিদের লিড ছিল ২৭৮ রান, হাতে ৮ উইকেট। অপ্রতিরোধ্য দেখাচ্ছিল উসমান খোয়াজা, স্টিভ স্মিথদের। সেখান থেকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ২৭৯ রানে বেঁধে রেখে লর্ডসে জেতার মত জায়গায় থাকলেন বেন স্টোকসরা। লর্ডস টেস্টে জিতে চলতি অ্য়াসেজ সিরিজে সমতায় ফিরতে ইংল্য়ান্ডকে ম্য়াচের চতুর্থ ইনিংসে করতে হবে ৩৭১ রান। কাজটা মোটেই সহজ নয় ঠিকই, কিন্তু বাজবল ক্রিকেট খেলা ইংল্যান্ডের ব্যাটারদের দুনিয়ার কাছে প্রমাণের এর চেয়ে ভাল পরিস্থিতি আর হতে পারে না।

ম্যাচে একটা সময় হারিয়ে যেতে বসা ইংল্যান্ডকে এই জায়গায় আনার নায়ক স্টুয়ার্ট ব্রড। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ব্রড নিলেন ৪ উইকেট। রবিনসন, টাঙ্গ নেন দুটি করে উইকেট। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার আউট করলেন খোয়াজা (৭৭) ও ট্রাভিস হেড (৭)। খোয়াজাকে ফিরিয়েই এদিন প্রথম ধাক্কাটা দেন ব্রড। ২ উইকেটে ১৮৭ থেকে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে শেষ আটটা উইকেট হারায় মাত্র ৯১ রানে।

খোঁড়াতে খোঁড়াতে লর্ডসে নামছেন ন্যাথন লিঁয়, দেখুন ভিডিয়ো

খোয়াজার আউটের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে অজিদের ইনিংস। পরপর ফেরেন স্মিথ (৩৪), হেড (৭)। কিছুটা লড়ে রবিনসনের বলে আউট হন ক্য়ামেরন গ্রিন (১৮)। আলেক্স কারি অন্যপ্রান্ত চেষ্টা করলেও, রবিনসনের দুরন্ত ডেলিভারিতে ব্যক্তিগত ২১ রানে আউট হন। একেবারে শেষে খোড়াতে খোড়াতে মারাত্মক চোট নিয়ে ব্যাট হাতে নামেন ন্য়াথান লিঁয়। এজবাস্টনে চলতি অ্যাসেজের প্রথম টেস্টে নবম উইকেটে রেকর্ড রানের পার্টনারশিপ করে অজিদের জিতয়েছিলেন কামিন্স-লিঁয়। এদিন দশম উইকেটে দু দনে যোগ করলেন দশ রান। লিঁয় আউট হলে পার্টনারশিপ ভাঙে। চোট নিয়ে ব্যাট করে পুরো লর্ডসের হাততালি কোড়ান অজি স্পিনার।