করাচি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। আজ, মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনে খেলতে নামার আগে ইংল্যান্ড জয় থেকে ৫৫ রান দূরে ছিল, হাতে ছিল ৮ উইকেট। বেন ডাকেট (৮২ অপরাজিত) ও অধিনায়ক বেন স্টোকস (৩৫ অপরাজিত) আজ কোনও উইকেট না হারিয়েই ৬৮ বলের মধ্যে জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দিলেন। সেই সঙ্গে পাকিস্তানে দীর্ঘ ১৭ বছর পর টেস্ট সিরিজে খেলতে নেমে ৩-০ জেতার নজির গড়ল ইংল্যান্ড। টেস্টে দেশের মাটিতে এই প্রথম হোয়াইটওয়াশ হল পাকিস্তান। মাথা হেঁট হল বাবর আজমদের। এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ রাওয়ালপিন্ডিতে টানটান ম্য়াচে ইংল্যান্ড জিতেছিল ৭৪ রানে, এরপর মুলতানে জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে ২৬ রানে হেরে সিরিজ খুইয়েছিল পাকিস্তান। এরপর করাচিতে বেন স্টোকসরা ৮ উইকেটে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেন। চলতি বছরটা ইংল্যান্ড ক্রিকেটের কাছে দারুণ গেল। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর বাবরদের বিরুদ্ধে টি-২০ সিরিজে জয়, এরপর পাকিস্তানকে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে অসাধ্যসাধণ করলেন স্টোকসদের।
পাকিস্তানে টেস্ট সিরিজ ৩-০ জয়ের পিছনে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভূমিকা নিলেন মিডল অর্ডার ব্য়াটার হ্যারি ব্রুকস। ব্রুকসকে কেভিন পিটারসেনের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। মোট ৪৬৮ রান করে সিরিজ সেরা হলেন হ্যারি ব্রুকসই। পাশাপাশি ঝকঝকে সেঞ্চুরি করে করাচি টেস্টেও ম্যাচের সেরা হলেন তিনিই।
দেখুন টুইট
England complete a 3-0 clean sweep with a dominant win in Karachi ?#PAKvENG | #WTC23 | ? https://t.co/y5SkcqY16s pic.twitter.com/Ny7Q4EIrE1
— ICC (@ICC) December 20, 2022
অন্যদিকে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কাছে টি-২০ সিরিজে হার, দেশের মাটিতে টানা চারটি টেস্টে হার, টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে হার, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের ফাইনাল হার, আর এবার ইংল্যান্ডের কাছে এবার দেশের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ হয়ে পাকিস্তান ক্রিকেটের মাথাহেঁট।