Pakistan Cricket. (Photo Credits: Twitter/PCB)

রাওয়ালপিন্ডি, ২ ডিসেম্বর: একেবারে পাটা, জঘন্য পিচ। একেবারে ঘুমপাড়ানি ক্রিকেট। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নেমেছিল ইংল্যান্ড। তেমন একটা স্মরণীয় টেস্টকে মাঠেই মেরে দিল রাওয়ালপিন্ডির উইকেট। খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা, পিচকে দেশের ক্রিকেটের লজ্জা বললেন। মাইকেল ভন থেকে মার্কস ট্রেসকোথিক, ডেল স্টেইন-রা রাওয়ালিপিন্ডির পিচকে নিয়ে ঠাট্টা, সমালোচনা করলেন। পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেরস্টে প্রথম দিনে রেকর্ড গড়া ৫০৬ রান ওঠার পর দ্বিতীয় দিনেও বোলারদের পুরোপুরি হতাশ করল। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৫৭ রান করার পর পাকিস্তান দিনের শেষে বিনা উইকেটে করল ১৮১ রান। ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ১০১ ওভারে। বেন স্টোকসদের প্রথম ইনিংসে রান রেট ছিল ৬.৫৭। অধিনায়ক বেন স্টোকস এদিন আউট হন ১৮ বলে ৪১ রান করে। হ্য়ারি ব্রুকস করেন ১১৬ বলে ১৫৩ রান। ইংল্যান্ডের হয়ে এর আগে সেঞ্চুরি করেন দুই ওপেনার জ্যাক ক্রাউলে (১২২), বেন ডুকেট (১০৭) ও তিনে নামা অলি পোপ (১০৮ রান)। এই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে মোট ৯৫ বার মাঠের বাইরে বল পাঠায় (৮৬টি বাউন্ডারি, ৯টা ওভার বাউন্ডারি)। একটা টেস্ট ইনিংসে টেস্ট ইতিহাসে এর আগে ইংল্যান্ড কখনও এতগুলো বাউন্ডারি হাঁকাতে পারেনি।

এর জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫১ ওভার খেলল। ইংল্যান্ডের বোলাররা অনেক চেষ্টা করেও সারাদিনে একটা উইকেটও পাননি। দুই পাক ওপেনার আব্দুলা শফিক ও ইমাম উল হক সেঞ্চুরির দোরগড়ায় দাঁড়িয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে অপরাজিত অবস্থায় প্যাভিলিয়নে ফিরলেন। শফিক ৮৯ ও ইমাম ৯০ রানে ব্যাট করছেন। উইকেচহীন দিনে বড় খবর হল। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন এই প্রথম পাকিস্তানের মাটিতে বল করলেন। পাকিস্তানে প্রথমবার খেলতে নামার আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭ হাজার ৫০৫টি বৈধ ডেলিভারি করা হয়ে গিয়েছিল জিমির। আরও পড়ুন-কেমন আছেন রিকি পন্টিং

দেখুন টুইট

রাওয়ালপিন্ডি টেস্টে দু দিনে মোট ১২৬ ওভার খেলা হল। আলো সমস্যার কারণে দু দিনে মোট ৫৪ ওভার বা প্রায় দুটো সেশনের খেলা হল না। এরপরেও দুটো দল করে এখনই করে ফেলল মোট ৮৩৮ রান। সবে মাত্র দশটা উইকেট পড়েছে।