আর মাত্র দিন আটেক পর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নামছে পাকিস্তান। তার আগে মঙ্গলবার হামবানতোতায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউট হলেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব-উর রহমানের বলে এলবি হলেন পাক অধিনায়ক।
এদিন আফগান স্পিনারদের বিরুদ্ধে হিমশিম খাচ্ছেন পাক ব্যাটাররা। প্রথমে ব্যাট করতে নেমে ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। আরও পড়ুন-রোহিতের হাত থেকে বর্ষসেরার পুরস্কার নিয়ে গিলের মুখে সচিনের কথা
এশিয়া কাপে নামার আগে শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান।
দেখুন টুইট
A duck for Babar Azam against Afghanistan.
Pakistan 2 down for 7! pic.twitter.com/G3bISJLvqv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 22, 2023
তার আগে রশিদ-মুজবিদের বিরুদ্ধে বাবরদের এই ব্যাটিং পাক সমর্কতদের আতঙ্কে রাখবে। আগামী ৩০ অগাস্টে মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নেপাল। এরপর গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর, পাল্লেকেলে স্টেডিয়ামে।