নীরজ চোপড়া থেকে অভিনব বিন্দ্রা। দেশের সোনাজয়ী অলিম্পিয়নরা আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়ালেও ক্রিকেটাররা পুরো চুপ। তবে রবিবার সাক্ষী মালিকদের ওপর পুলিশের নিগৃহের ঘটনায় মুখ খুললেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলে মুখ খুললেন।

টেস্টের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী কুম্বলে টুইটারে লিখলেন, ' যেভাবে গত ২৮মে দেশের কুস্তিগিরদের মারধর করা হল তা নিয়ে আমি হতাশ। কথা বলে, আলোচনার মাধ্যমে যে কোনও বিষয় মিটিয়ে ফেলা যায়। খুব দ্রুত এই বিষয়টার সমাধান চাইছি।"

দেখুন এই ইস্যুতে কুম্বলে কী টুইট করলেন

এর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান দেশের আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থন জানিয়েছেন। সৌরভ গাঙ্গুলি সাক্ষীদের বিষয়টি নিয়ে মুখ খুললেও সবটা জানেন না বলে পুরোপুরি এড়িয়ে গিয়েছেন। দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদক আনা কুস্তিগিরদের পুলিশ মারলেও সচিন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড়রা এই বিষয়ে মুখ খোলেননি।

বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থায় চলা দেশের কুস্তিগিরদের আন্দোলন নিয়ে সৌরভ বলেছিলেন, " ওদের যুদ্ধে লড়তে দাও। আমি সত্য়ি জানি না ওখানে কী হচ্ছে। আমি শুধু সংবাদপত্রে বিষয়টা পড়েছি। খেলার জগতে থেকে একটা জিনিস আমি খুব ভাল করে বুঝেছি, যতক্ষণ না তোমার কোনও বিষয়ে পুরোপুরি জ্ঞান থাকে সেটা নিয়ে তোমার কথা বলা উচিত নয়। শুধু এটা আশা করব সবটা মিটে যাবে। দেশের হয়ে কুস্তিগিররা অনেক সাফল্য এনেছে। সবটার সমাধান মিলবে বলেই আশা করছি।"