কমেন্ট্রি বক্স থেকে সোজা মাঠে ফিরে চমকপ্রদ পারফরম্য়ান্স করেছিলেন দীনেশ কার্তিক। কিন্তু জ্বলে উঠেই ফের নিভে গিয়েছেন। তাই আবার মাঠ ছেড়ে কমেন্ট্রি বক্সে ফিরছেন কার্তিক। এবার আইপিএলে খুব খারাপ পারফরম্য়ান্স করা দীনেশ কার্তিককে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দিতে দেখা যাবে। আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
৩৭ বছরের দীনেশ কার্তিক দেশের হয়ে শেষবার খেলেন গত বছর টি-২০ বিশ্বকাপে, অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে। তাঁর ফের জাতীয় দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারেই কম। এবারের আইপিএলে আরসিবি-র হয়ে শেষ দুটি ম্য়াচে শূন্য রানে আউট হয়েছিলেন কার্তিক।
দেখুন টুইট
Dinesh Karthik will be part of the WTC Final commentary team. pic.twitter.com/4Czis2TBh8
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 30, 2023
দেশের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ানডে ও ৬০টি টি টোয়েন্টি খেলা কার্তিককে কামব্যাক কিং নামে ডাকা হয়। তাঁর মত এত বার কামব্যাক সেভাবে কাউকে করতে দেখা যায়নি। স্পষ্ট কথা সুন্দরভাবে তুলে ধরেন বলে ধারাভাষ্যকার হিসেবে কার্তিকের জনপ্রিয়তা বেশ ভালই।