রাঁচিতে ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ পকেটে পুড়ল টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টেস্টে হারের পর, পরপর তিনটিতে জিতে সিরিজ জিতল রোহিত শর্মা-র দল। আর রাঁচিতে কঠিন পিচ-পরিস্থিতিতে প্রথম ইনিংসে ৯০ রান, দ্বিতীয় ইনিংসে দামি অপরাজিত ৩৭ রানের ইনিংস ও উইকেটের পিছনে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ধ্রুব জুরেল। ২২ বছর পর এই প্রথম কোনও ভারতীয় উইকেটকিপার-ব্যাটার অভিষেক টেস্টে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন। শ্রীকর ভরতের জায়গায় সুযোগ পেয়েই বাজিমাত করলেন ধ্রুব।
তবে রাঁচিতে ধ্রুব শুধু একা নয় জয়ে প্রায় গোটা দল অবদান রাখল। রাঁচি টেস্টের প্রথম তিনটি ঘণ্টায় অভিষেক টেস্টে খেলতে নেমে বাংলার পেসার আকাশ দীপের তিনটে উইকেট দারুণ কাজে দেয়। প্রথম ইনংলে জাদেজার ৬৭ রানে ৪ উইকেটের স্পেলটা ইংল্যান্ডকে খুব বেশী বাড়তে দেয়নি। যশস্বী জয়সওয়ালের প্রথম ইনিংসে ৭৩ রানের ইনিংস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
দেখুন পরিসংখ্যান
Most Man of the Match Awards by 🇮🇳 WKs in Test (Matches)
2 - Rishabh Pant (33)
2 - MS Dhoni (90)
1 - Dhruv Jurel (2)
1 - Ajay Ratra (6)
1 - Wriddiman Saha (39)
1 - Nayan Mongia (44) pic.twitter.com/tL9IF5q8uI
— CricBeat (@Cric_beat) February 26, 2024
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অশ্বিনের ৫১ রানে ৫ উইকেট আর কুলদীপের ২২ রানে ৪ উইকেট জয় পরাজয়ে বড় ভূমিকা নিল। আর আজ, সোমবার রোহিত শর্মার ৫৫, শুবমন গিলের ৫২ আর ধ্রুব জুরেলের দুই ইনিংস মিলিয়ে ১২৭ রান জয়-পরাজয়ে ফারাক গড়ল। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হওয়ার পর এই প্রথম সিরিজ হারলেন বেন স্টোকস। রোহিত-দ্রাবিড়দের কাছে ধরাশায়ী হল স্টোকস-ম্যাকালামদের ব্যাজবল ক্রিকেট।