
PBKS vs DC, IPL 2025: প্লে অফে ওঠা নিশ্চিত করার পরের ম্যাচে হারের ধারা অব্যাহত থাকল। গুজরাট টাইটান্স, আরসিবি-র পর এবার হেরে গেলে কিংস ইলেভেন পঞ্জাব। শনিবার জয়পুরে শ্রেয়স আইয়ারের পঞ্জাবকে ৬ উইকেটে হারাল অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। ২০৭ রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতল দিল্লি। ফলে শীর্ষস্থান ধরে রাখল শুভমন গিলের গুজরাট টাইটান্স। দিল্লির জয়ে নায়ক করুণ নায়ার (২৭ বলে ৪৪), সমীর রিজভি (২৫ বলে ৫৮) ও বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান (৩/৩৩)। জয়-পরাজয়ে বড় ব্যবধান গড়ে দিলে শেষের দিকে ৫টি ওভার বাউন্ডারি, ৩টি বাউন্ডারিতে সাজানো সমীর রিজভির ২৫ বলে ৫৮ রানের ইনিংস। বৃথা গেল পঞ্জাবের অধিনাক শ্রেয়স আইয়ারের (৩৪ বলে ৫৩) দুরন্ত ইনিংস।
১৫ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে এবারের আইপিএল শেষ করল দিল্লি
১৪ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে এবারের আইপিএলে শেষ হল অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের অভিযান। ৭টি জয়, ৭টি হার আর ১টি ড্র করে দিল্লি পঞ্চম স্থানে থাকা নিশ্চিত করল। রাজস্তান রয়্য়ালসও এবারের আইপিএলে তাদের সব কটা ম্য়াচ খেলে পেলেছে।েলে ফেলেছে। আগমী
অবিশ্বাস্য ইনিংস দিল্লির সমীর রাজভির
Finishing off in style! 🙌🏻#SameerRizvi completes #DelhiCapitals' campaign with a stunning show! 🔥🤩
Punjab will have to regroup to tighten their grip on the Race 2 Top 2! 👊🏻
UP NEXT on #IPLOnJioStar 👉🏻 #GTvCSK | SUN, 25th MAY, 2:30 PM on Star Sports Network & JioHotstar pic.twitter.com/5cm3595ecX
— Star Sports (@StarSportsIndia) May 24, 2025
শেষ ম্যাচে কে কার বিরুদ্ধে
অন্যদিকে, কোয়ালিফায়ার ওয়ানে খেলার জন্য প্রথম দুটি স্থানে থাকার লড়াই পুরোপুরি জমে গেল। পয়েন্ট তালিকায় এখন প্রথম চারে থেকে প্লে অফে খেলা নিশ্চিত করেছে গুজরাট (১৮), পঞ্জাব (১৭), বেঙ্গালুরু (১৭) ও মুম্বই (১৬)। এবার শেষ ম্যাচে টিক হবে প্রথম দুটি স্থানে থেকে কারা প্লে অফে প্রথম ম্যাচে জিতেই সরাসরি ফাইনালে ওঠার সুযোগ পাবে। শেষ ম্যাচে গুজরাটের প্রতিপক্ষ চেন্নাই (রবিবার), পঞ্জাব মুখোমুখি মুম্বইয়ের (সোমবার) আর বেঙ্গালুরু খেলবে লখনৌয়ের (মঙ্গলবার) বিরুদ্ধে। প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ রবিবার, সন্ধ্যায় হায়দরাবাদের বিরুদ্ধে।