দিল্লিতে দ্বিতীয় টেস্টে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজের ডেলিভারিতে মাথায় চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। কোটলায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামেননি ওয়ার্নার। তাঁর জায়গায় কনকাশন সাব হিসেবে নামেন ম্যাট রেনশ।
পাশাপাশি কনুইয়েও চোট পান অজি বাঁ হাতি ওপেনার। কোটলা টেস্টের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স দেশে ফিরেছেন। সঙ্গে ফেরেন ওয়ার্নার ও জোস হ্যাজেলউড। এবার অজি বোর্ডের পক্ষ থেকে বলা হল, টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচে আর খেলতে পারবেন না ওয়ার্নার। হ্যাজেলউডও আর টেস্ট সিরিজে খেলতে পারবেন না। ওয়ার্নারের পরিবর্তে কাকে ভারতে পাঠানো হয় সেটাই দেখার।
দেখুন টুইট
David Warner ruled out of the remaining 2 tests of #BorderGavaskarTrophy.
Warner was substituted out of the 2nd Test at Delhi with a concussion last week after being struck on grille of his protective batting helmet by India's Mohd Siraj in Australia's first innings.
(File pic) pic.twitter.com/S5Iy5ARzTV
— ANI (@ANI) February 21, 2023
নাগপুরের পর দিল্লিতে হেরে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ০-২ পিছিয়ে অস্ট্রেলিয়া। পয়লা মার্চ থেকে শুরু হতে চলা ইন্দোর টেস্টে জিততে না পারলে সিরিজ হার নিশ্চিত হবে প্যাট কামিন্সদের। প্রসঙ্গত, কোটলায় জয়ের সঙ্গে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।