রবিবার ধর্মশালায় ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করলেন কিউই তারকা ড্যারি মিচেল (Daryl Mitchell )। কঠিন সময়ে ব্যাট করতে নেমে বুমরা, সিরাজদের দারুণ সামলে বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো নিউ জিল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হলেন ৩২ বছরের হ্যামিলটনের তারকা ব্যাটার। ওয়ানডে-তে তাঁর এটি পঞ্চম সেঞ্চুরি। ১৯৭৫ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন কিউই তারকা গ্লেন টার্নার। এরপর থেকে আর কোনও কিউই ব্য়াটার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে তিন অঙ্কের রান করতে পারেননি। ৪৮ বছর বাদে সেটাই করলেন মিচেল। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে প্রথম কিউই ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।
তৃতীয় উইকেটে রচিন রবীন্দ্র (Rachin Ravindra)-র সঙ্গে ১৫৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে বড় বিপদ থেকে উদ্ধার করেন মিচেল। ব্যক্তিগত ৭৫ রানে রবীন্দ্র আউট হওয়ার পর নজির গড়া সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল। নিউ জিল্যান্ড মাত্র ১৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল।
ডেভিড কনওয়ে (০)-কে আউট করেন সিরাজ। আর সামি আক্রমণে এসেই ফেরান উইল ইয়ং (১৭)। কিন্তু এরপর রবীন্দ্র ও মিচেল ভারতীয় বোলারদের দারুণ সামলে দলের রানকে ভাল জায়গায় নিয়ে যান। সব ঠিকঠাক চললে নিউ জিল্যান্ড ২৭৫ প্লাস রান করতে পারে।