What a spell from Bumrah. (Photo Credits: Twitter)

রবিবার বিশ্বকাপে ভারত-পাক মহাদ্বৈরথে একটা সময় মনে হচ্ছিল মোদী স্টেডিয়ামে খেলা হবে। কিন্তু ১৫৫ রানে ২ উইকেট থেকে পাক ইনিংস একেবারে তাসের ঘরের মত ভেঙে পড়ল। শেষ অবধি আমেদাবাদে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান অল আউট হয়ে গেল মাত্র ১৯১ রানে। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আটবার জেতাটা এখন শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। কারণে মোদী স্টেডিয়ামের পিচে জুজু নেই। আর ভারতের ব্যাটিং লাইন আপে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত বিশ্বসেরা ব্যাটাররা।

সুপার সানডে-তে পাকিস্তান তাদের শেষ আটটা উইকেট হারাল ৩৬ রানে। টানটান থ্রিলার ভারত-পাক ম্যাচ দেখার আশায় সেখানেই জল পড়ে গেল। ইনিংসের শুরুটা বেশ ভালই করেছিলেন দুই পাক ওপেনার ইমাম উল হক ও আব্দুল শফিক। ইমাম-শফিকদের ওপেনিং জুটি কিছুতেই ভাঙা যাচ্ছে না দেখে রোহিত-কোহলির চোখে মুখে উদ্বেগ ধরা পড়ে। সিরাজ আর পান্ডিয়া ফেরান দুই ওপেনারকে। পাকিস্তানের স্কোর যখন ২ উইকেটে ৭৩, তখন থেকে বাবর আজম-মহম্মদ রিজওয়ান তৃতীয় উইকেটে বেশ ভাল লড়ছিলেন। কিন্তু কুলদীপ-বুমরারা আক্রমণ আসতেই সব শেষ।

মহম্মদ সিরাজের দুরন্ত ডেলিভারিতে বাবর আজম (৫০) বোল্ড হতেই পাকিস্তানের পতন শুরু। পাক অধিনায়কের পর কুলদীপের ঘূর্ণিতে আউট হন সউদ শাকিল (৬)। তারপরেই ইফতিকার আহমেদ (৪)-কে বোল্ড করে দেন কুলদীপ। পাক ইনিংসের কফিনে শেষ পেরেকটা পোঁতেন বুমরা। দারুণ ফর্মে থাকা রিজওয়ান (৪৯)-কে বোল্ড করে দেন বুমরা। ২ উইকেটে ১৫৫ থেকে ৬ উইকেটে ১৬৮ হয়ে যায় পাকিস্তান। কমেন্ট্রি বক্সে বসে তখন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলছেন, এমন আচমকা ব্যাটিং বিপর্যয় ডেকে আনতে একমাত্র পাকিস্তানই পারে। ৯ নম্বরে নেমে হাসান আলি ১২ রান করেন। দলের প্রথম চারজন ব্যাটারের পর হাসান আলি (১২)-ই একমাত্র দু অঙ্কের রান করেন।

বুমরা, সিরাজ, হার্দিক, কুলদীপ ও জাদেজা-ভারতের পাঁচজন বোলারই দুটি করে উইকেট নিলেন। বিপজ্জনক হয়ে ওঠা রিজওয়ান সহ বুমরা ১৯ রান দিয়ে নিলেন ২টি উইকেট। সিরাজ নিলেন সম্ভবত ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবর আজমের উইকেট। কুলদীপ ১০ ওভার বলে করে মাত্র ৩৫ রান দিয়ে খেলার মোড় ঘোরানো দুটি উইকেট নিলেন। শুরুতে বিপজ্জনক দেখানো পাক ওপেনার ইমাম উল হক-এর উইকেট নেওয়া হার্দিকের বোলিং হিসেনে ৬ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট।

জাদেজা নেন ৩৮ রানে ২ উইকেট। অশ্বিনের জায়গায় খেলা শার্দুলকে একেবারে শেষের দিকে ২ ওভার বল দেন রোহিত শর্মা। শার্দুল উইকেট পাননি।

ক মাস আগে এশিয়া কাপের সুপার ফোরে কলম্বোয় পাকিস্তানকে ১২৮ রানে অল আউট করে ছিল ভারত। এবার মহাদ্বৈরথে বাবর আজমরা অল আউট হলেন ১৯১ রানে।