Indore Pitch. (Photo Credits: Twitter)

ইন্দোরের পিচে টিম ইন্ডিয়ার মুখ পুড়েছে। আইসিসি-র কাছে 'পুওর' তকমা জুটে বিসিসিআইয়ের মাথা হেঁটে হয়েছে। এবার তাই আর পিচ নিয়ে কোনও ঝুঁকি নয়। আগামী বৃহস্পতিবার থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলা বর্ডার-গাভাসকর টেস্টের চতুর্থ তথা শেষ টেস্টের পিচ নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। মোদী স্টেডিয়ামের পিচে কোনও জুজু থাকছে না। টেস্টে যাতে পুরো পাঁচদিন চলে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে পিচ সতেজ রেখেও যতটা সম্ভব টার্ন রাখার চেষ্টা করা হচ্ছে। দিন-রাত এক করে সেরা পিচ তুলে ধরার চেষ্টা করছেন মোদী স্টেডিয়ামের পিচ কেউরেটার।

টিম ইন্ডিয়া সিরিজে ২-১ এগিয়ে, আগেই বর্ডার-গাভাসকর ট্রফি জেতা হওয়া গিয়েছে। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ ফাইনালে উঠতে হলে আমেদেবাদ টেস্টে জিততেই হবে রোহিত শর্মাদের। এমন একটা অতি গুরুত্বপূর্ণ টেস্টের পিচ পুরোটা রোহিতদের মনের মত নাও হতে পারে। চলতি টেস্ট সিরিজের প্রথম দুটো দিল্লি ও নাগপুরের পিচের মান নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘূর্ণি পিচ মানেই খেলার অযোগ্য তেমনটা নয়। ইন্দোরের পিচে যেমন ব্য়াটারদের খেলাই দায় হচ্ছিল। নাগপুর, দিল্লি, ইন্দোরের মত আমেদাবাদে টেস্টের প্রথম দিন থেকে টার্ন নাও পেতে পারেন স্পিনাররা। স্পিন সহায়ক স্পোর্টিং পিচ তৈরির দিকেই জোর দেওয়া হচ্ছে। তবে বছরের এই সময়টা এমন পিচ তৈরি করাটা বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, আমেদাবাদ টেস্টের জন্য মহম্মদ সামিকে ডেকে নেওয়া হয়েছে। দিল্লিতে জয়ের পর সামিকে বিশ্রামে পাঠানো হয়েছিল। উমেশ যাদবের সঙ্গে আমেদেবাদে সামিকে প্রথম একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে, প্যাট কামিন্স না ফেরায় ইন্দোরের পর আমেবাদাবদ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। আগামী ৯ মার্চ, আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে খেলা দেখতে হাজির থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী।