আমেদাবাদ, ২৯ মে: গতকাল, রবিবার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্য়াচ। এবার আজ, সোমবার সন্ধ্যায় রিজার্ভ ডে-তে ঠিক হবে কারা এবারের আইপিএল চ্যাম্পিয়ন হবে। আমেদাবাদের আকাশ আজ পরিষ্কার। নির্ধারিত সময়েই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা। আইপিএলের ইতিহাসে এই প্রথম রিজার্ভ ডে-তে ফয়সালা হবে আইপিএল খেতাবের। এখনও পর্যন্ত চেন্নাই চারবার আইপিএল জিতেছে। ধোনিরা এদিন চ্যাম্পিয়ন হলেই মুম্বই ইন্ডিয়ন্সের সবচেয়ে বেশীবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির ধরে ফেলবে। অন্যদিকে, গতবার আইপিএলে প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এবারও হার্দিকরা দুরন্ত খেলে ফাইনালে উঠেছে।
সবার নজর থাকবে গুজরাটের ওপেনার শুবমন গিলের। কোয়ালিফায়ার টু-তে অনবদ্য খেলে দলকে ফাইনালে তুলেছেন গিল। গিলের ব্য়াটিংয়ের সঙ্গে গুজরাটের বোলিংয়ের দুই স্তম্ভ হিসেবে আছেন মহম্মদ সামি ও রশিদ খান। চেন্নায়ের বড় ভরসা ঋতুরাজ গায়কোয়েড়, শিবম দুবে-রা। সঙ্গে আছেন রাহানে, রায়াডু, জাদেজার মত অভিজ্ঞ তারকরা। তবে সবার নজর সেই মহেন্দ্র সিং ধোনির দিকে। চ্য়াম্পিয়ন হয়ে ধোনি আজ আইপিএল থেকে অবসর নিতে পারেন, এমন জল্পনায় বুঁদ ক্রিকেটমহল।
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ?
আজ, সোমবার ২৯ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আইপিএল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স।
কখন থেকে শুরু হবে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)-এর বিভিন্ন চ্য়ানেলে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-র মাধ্যমে ইংরেজি, হিন্দি, বাংলা সহ নানা ভাষায় দেখা যাবে খেলা।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, আইপিএল ফাইনাল ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।