IPL 2023 Final move to reserve day. (Photo Credits: Twitter)

আমেদাবাদ, ২৮ মে: বৃষ্টিতে ধুয়ে গেল আইপিএলের সুপার সানডে-র মেগা ফাইনাল। আজ, রবিবার প্রবল বৃষ্টিতে টস পর্যন্ত হল না। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস নাকি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটাইন্স এবার আইপিএল ২০২৩-এর চ্যাম্পিয়ন কারা তা ঠিক হবে সোমবার, ফাইনালের রিজার্ভ ডে-তে। কাল, সোমবারও আমেদাবাদে বৃষ্টির পূর্বাভাস আছে। তবে রাত ৮টার পর বৃষ্টি থেমে পরিষ্কার আকাশ হতে পারে। সোমবারও বৃষ্টিতে ফাইনাল খেলা না হলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষিত হবে।

ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই আমেদাবাদে বজ্র বিদ্যুত সহ বৃষ্টি শুরু হয়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শক স্টেডিয়ামে ঢুকে যাওয়ার পর নামে শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির মাঝে মাঠে আনন্দ করতে দেখা যায় শুবমন গিল, মহম্মদ সামিদের।

দেখুন টুইট

দেখুন টুইট

যেহেতু কুড়ি ওভারের ম্যাচ আর বৃষ্টি থামার আধ ঘণ্টার মধ্যেই মোদী স্টেডিয়ামের মাঠে খেলা শুরু করা সম্ভব তাই অনেকেই অপেক্ষা করেছিলেন। সাড়ে ৯টা-র মধ্যে বৃষ্টি থেমে গেল ফাইনালের খেলা এদিন পুরো ২০ ওভার হতে পারত। রাত ১১টাতেও বৃষ্টি থামলে ৫ ওভারের করে ম্যাচ হতে পারত। কিন্তু সাড়ে ৭টা থেকে ১১টার মধ্যে মাত্র দু বার বৃষ্টি থামে, পিচ কভার খোলার চেষ্টা কর হয়। কিন্তু আবার নামে বৃষ্টি। অবশেষে রাত ১১টার সময় জানানো হয়, আজকের খেলা বাতিল। কাল, সোমবার ফাইনালের রিজার্ভ ডে-তে ফয়সালা হবে আইপিএল ২০২৩-এর। এর আগে কখনও আইপিএলের ইতিহাসে কোনও ফাইনাল ম্য়াচ বৃষ্টিতে বাতিল হয়নি, বা রিজার্ভ ডে-তে ফয়সালা হয়নি।

চলতি আইপিএলে মাত্র একটা ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়। সেটি ছিল গত ৩ মে লখনৌয়ে সিএসকে ও লখৌন সুপার জায়েন্টসের মধ্যে ম্যাচটি। যদিও সেই ম্যাচে প্রথম ইনিংসের পুরোটা খেলা হয়েছিল। কিন্তু চলতি আইপিএলে কোনও ম্যাচই রবিবার ফাইনালের মত পুরোটা ধুয়ে যায়নি।