Ajinkya Rahane. (Photo Credits: Twitter)

কলকাতা, ২৩ এপ্রিল: যে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)-কে ছেড়ে দিয়ে নিলামে কেনার কোনও ইচ্ছাই দেখায়নি কলকাতা, সেই রাহানেই রবিবার সন্ধ্যার ইডেন মাতিয়ে দিলেন। ধোনি আবেগে ভেসে হলুদে হলুদ ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে চেন্নাই সুপার কিংস করল ৪ উইকেটে ২৩৫ রান। মাত্র ২৯ বলে ৭১ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংস খেললেন প্রাক্তন নাইট রাহানে। মারলেন ৫টি ওভার বাউন্ডারি, ৬টি বাউন্ডারি। ২৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংসের গতি আরও বাড়ান রাহানে।

রাহানের সঙ্গে দারুণ খেললেন শিবম দুবে। ২১ বলে ৫০ রানের মারাকাটারি ইনিংস খেলেন শিবম। ৪০ বলে ৫৬ রান করে দলের ভিত মজবুত করেছিলেন চেন্নাই কিউই ওপেনার ডেভন কনওয়ে। সম্ভবত ইডেনে শেষবারের জন্য নামা মহেন্দ্র সিং ধোনি শেষের দিকে নেমে ৩ বলে ২ রান করে অপরাজিত থাকলেন।

ইডেনে রবিবাসরীয় সন্ধ্যায় চেন্নাইয়ের ব্যাটাররা মোট ১৮টি ওভার বাউন্ডারি হাঁকালেন। চতুর্থ উইকেটে রাহানে-দুবে জুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেন মাত্র ১৭ বলে। শেষ অবধি রাহানে-দুবে জুটি ৩২ বলে ৮৫ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ করেন। কেকেআর-এর ফিল্ডাররা যেন শুধু বল বাউন্ডারির বাইরে থেকে কুড়িয়ে আনার জন্য দাঁড়িয়ে ছিলেন।

দেখুন ভিডিয়ো

একেবারে সুপার ফ্লপ নাইটদের বোলিং। তারকা বোলাররা সবাই ব্যর্থ। সুনীল নারিন মাত্র ২ ওভার বল করে দিলেন ২৩, এক ওভার বল করে ১৭ রান দেন আন্দ্রে রাসেল। প্রথমবার আইপিএল খেলতে নামা নামিবিয়ার পেসার ডেভিড উইসি ৩ ওভারে দেন ৩৮ রান। ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন তুলন্ত খেজরোলিয়া। বরুণ চক্রবর্তী ৪৯ রান দিয়ে ১টি উইকেট ও সুয়েশ শর্মা ২৯ রান দিয়ে নেন ১টি উইকেট।

গত মরসুমে কেকেআর-এর জার্সিতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন রাহানে। রাহানেকে ছেড়ে দেয় কেকেআর। জাতীয় দলে থেকে বাদ পড়া রাহানেকে মাত্র ৫০ লক্ষ টাকায় নিলামে কিনেছিল মহেন্দ্র সিং ধোনির দল। আরও একবার বাতিল তারকা ক্রিকেটার চেন্নাইয়ের জার্সিতে জ্বলে উঠলেন। আরও একবার প্রাক্তন নাইটের শোধের আগুনে ঝলসে গেল কলকাতা।