Croatia. (Photo Credits:Twitter)

কাতার, ৯ ডিসেম্বর: স্বপ্নভঙ্গ ব্রাজিলের (Brazil National Football Team)। টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। গতবারের মত এবারও শেষ আট থেকে বিশ্বকাপ অভিযান শেষ হল তিতের দলের। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল বেলজিয়াম। শেষ পাঁচটে বিশ্বকাপের চারটে সংস্করণে ব্রাজিল বিদায় নিল কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে। আর শেষ পাঁচটা বিশ্বকাপেই ব্রাজিল ইউরোপের পাঁচটা আলাদা আলাদা দেশের কাছে হেরে বিদায় নিল। ক্রোয়েশিয়ার গোলকিপার ডোমিনিক লিভাকোভিচের দুরন্ত কিপিংয়ে নেইমারদের মিশন হেক্সায় দাঁড়ি পড়ে গেল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর এক্সট্রা টাইমের হাফ টাইমের ঠিক আগে অনবদ্য গোল করে ফিফা ব়্য়াঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার।

দেখুন টুইট

তখন সবাই ধরেই নিয়েছিলেন ব্রাজিলের সেমিফাইনালে ওঠাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সব হিসেব উল্টে ম্যাচের ১১৬ মিনিটে দারুণ গোল করে ক্রোটদের সমতায় ফেরান ব্রুনো পেটকোভিচ। ম্যাচের ১২০ মিনিট শেষে ফল দাঁড়ায় ১-১। আরও পড়ুন-সরাসরি কীভাবে দেখবেন আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ

দেখুন টুইট

এরপর টাইব্রেকারে ব্রাজিলের দুটো শট সেভ করে ক্রোটদের ফাইনালে তোলেন গোলকিপার লিভাকোভিচ। টাইব্রেকারে ব্রাজিলের প্রথম ও চতুর্থ শট আটকান লিভাকোভিচ। সেখানে ক্রোয়েশিয়ার কোনও শটই আটকাতে পারেননি ব্রাজিলের বিশ্বখ্যাত গোলকিপার অ্যালিসন বেকার। গোটা ম্যাচে ৯টা অনবদ্য সেভ করে নজির গড়লেন ক্রোট গোলকিপার লিভাকোভিচ। বিশ্বকাপে একটা ম্যাচ এতগুলো অনবদ্য সেভ কোনও গোলকিপার করেননি বলে এক ফুটবল পরিসংখ্যানবিদ টুইট করলেন। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও টাইব্রেকারে জিতেছিল ক্রোয়েশিয়া। গতবার ক্রোটরা শেষ আটে টাইব্রেকারে ৪-৩ হারিয়েছিল রাশিয়াকে।

দেখুন নেইমারের কান্না

সেমিফাইনালে ক্রোয়েশিয়া খেলবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়া আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের জয়ী দলের বিরুদ্ধে। নক আউটে টানা দুটো ম্যাচ টাইব্রকারে জিতে সেমিতে উঠল ক্রোটরা। দুটো নক আউট ম্য়াচে ক্রোট গোলকিপার লিভাকোভিচ টাইব্রেকারে বাঁচালেন মোট পাঁচটা শট। গ্রুপ লিগে ক্রোয়েশিয়া দুটো ম্যাচ ড্র করেছিল। সেই হিসেবে দেখলে ৯০ মিনিটে মাত্র একটা ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠল ক্রোটরা। আর তার সব কৃতিত্ব গোলকিপার লিভাকোভিচ, দুরন্ত ডিফেন্স আর দলগত সংহতির।

ব্রাজিলের কোয়ার্টার কাঁটা

২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ব্রাজিল হারে ০-১ গোলে।

২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ১-২ গোলে হারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

২০১৮ বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল ১-২ গোলে হারে বেলজিয়ামের বিরুদ্ধে।

২০২২ বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিল টাইব্রেকারে হারল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

এছাড়াও

১৯৮৬ বিশ্বকাপে কোয়ার্টারে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হারে ব্রাজিল।  ১৯৫৪ বিশ্বকাপে-কোয়ার্টারে হাঙ্গেরির কাছে ২-৪ গোলে হারে।