টানা ষষ্ঠবার ইউরো কাপ ফুটবল প্রতিযোগিতায় নামতে চলেছেন পর্তুগালের মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আগামী ১৫ জুন থেকে জার্মানিতে শুরু হতে চলা ইউরো কাপের জন্য পর্তুগালের ২৬ জনের স্কোয়াডে রোনাল্ডো-কে রাখলেন কোচ রবার্তো মার্টিনেজ। ইউরো ছেড়ে সৌদি আরবে ক্লাব ফুটবল খেলতে চলে গেলেও, বয়স ৩৯ হয়ে গেলেও রোনাল্ডো-কে স্কোয়াডে রাখলেন কোচ। রোনাল্ডো-কে প্রথম একাদশেও খেলতে দেখা যাবে বলে স্থানীয় এক সংবাদমাধ্যমে ইন্টারভিউ-তে জানিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ।
পর্তুগালে আয়োজিত ২০০৪ ইউরো কাপে দেশের জার্সিতে প্রথমবার ইউরো কাপে খেলেছিলেন রোনাল্ডো। তখন রোনাল্ডোর বয়স ছিল মাত্র ১৯। এরপর ২০০৮ অস্ট্রিয়া-সুইজারল্যান্ড, ২০১২ পোল্যান্ড-ইউক্রেন , ২০১৬ ফ্রান্স , ২০২০ গোটা মহাদেশ জুড়ে আয়োজিত ইউরো কাপে খেলেন সিআরসেভেন। তাঁর মধ্যে ২০১৬ ইউরোয় তাঁর নেত্বতেই প্রথমবার ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। ইউরো কাপের মূলপর্বে ১৪টি গোল আছে রোনাল্ডো-র। তিনিই ইউরো কাপের ইতিহাসের সর্বকালের সর্বাধিক গোলদাতা।
দেখুন রোনাল্ডোর পোস্ট
Orgulhoso por voltar a representar Portugal no Euro. Vamos com tudo! #PartilhaAPaixão pic.twitter.com/48D7P6mYac
— Cristiano Ronaldo (@Cristiano) May 21, 2024
এবার রোনাল্ডোর সঙ্গে পর্তুগালকে কাপ জেতাতে থাকছেন পেপে, বার্নান্দো সিলভা, গঞ্জালো রামোস, ব্রুনো ফার্নান্ডেজ। ইউরোপের ব্রাজিল নামে পরিচিত পর্তুগাল আসন্ন ইউরো কাপে আছে গ্রুপ এফ-এ তুরস্ক,জর্জিয়া, চেক প্রজাতন্ত্রের সঙ্গে কঠিন গ্রুপে।
খুব সম্ভবত এই ইউরোতেই শেষবার দেশের জার্সিতে খেলতে দেখা যাবে রোনাল্ডো-কে। কারণ ৪১ বছর বয়সে ২০২৬ বিশ্বকাপে দলে থাকাটা একেবারে কঠিন হয়ে যেতে পারে রোনাল্ডোর কাছে।
দেখুন আসন্ন ইউরোয় পর্তুগালের স্কোয়াড
🚨🇵🇹 OFFICIAL: Portugal squad for Euro 2024.
🧤 Diogo Costa, Sá, Patrício.
🛡️ António Silva, Danilo Pereira, Dalot, Inácio, Cancelo, Nélson Semedo, Nuno Mendes, Pepe, Rúben Dias.
🧠 Bruno Fernandes, João Neves, Palhinha, Otávio, Rúben Neves, Vitinha.
⚽️ Bernardo Silva,… pic.twitter.com/NUH8n8Wr9f
— Fabrizio Romano (@FabrizioRomano) May 21, 2024
ইউরো ২০২৪-এ পর্তুগালের ম্যাচ
১৯ জুন-চেক প্রজাতন্ত্র (রাত ১২.৩০টা)
২২ জুন-তুরস্ক (রাত সাড়ে ৯টা)
২৭ জুন-জর্জিয়া (রাত সাড়ে ১২টা)