Yuzvendra Chahal (Photo: Twitter)

আইপিএলের (IPL) ইতিহাসে ষষ্ঠ ও চতুর্থ ভারতীয় বোলার হিসেবে ১৫০ উইকেটের মালিক হলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে লখনউ সুপার জায়ান্টাসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এই ক্রিকেটার।

১৫০ উইকেটের মালিক হতে চাহাল খেলেছেন ১১৮টি আইপিএল ম্যাচ। তাঁর আগে রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, তিনি মাত্র ১০৫টি ম্যাচ খেলে ১৫০ উইকেট দখল করেন। এরপরে রয়েছেন-ডিজে ব্র্য়াভো (১৩৭ ম্যাচ), অমিত মিশ্র (১৪০ ম্যাচ), পিযুষ চাওলা (১৫৬ ম্যাচ) ও হরভজন সিং (১৫৯ ম্যাচ)। আরও পড়ুন: Goal: ম্যাচের ৯১ মিনিটে নিজের বক্স থেকে লম্বা শটে অবিশ্বাস্য গোল গোলকিপারের, ভাইরাল ভিডিও

এই মরসুমে চাহাল এখনও পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপ রয়েছে তাঁর মাথাতেই। ১০টি উইকেট নিয়ে চাহালের পিছেনই রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব।