বিশাখাপত্তনম, ১ অক্টোবর: দুর্গাপুজোয় বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছে সুখবর। আগামিকাল, ২ অক্টোবর থেকে বিশাখাপত্তনমে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে ঋদ্ধিমান সাহা(Wriddhiman Saha)-কে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে শেষবার খেলেছিলেন ঋদ্ধি। আবার সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই গ্লাভস হাতে জাতীয় দলের হয়ে নামবেন শিলিগুড়ির তারকা উইকেটকিপার।
ঋষভ পন্থের জায়গায় ঋদ্ধিমানের প্রথম একাদশে থাকার কথা জানালেন অধিনায়ক বিরাট কোহলি। ঋদ্ধিমান সাহা-ই এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটকিপার, সেই কথাও জানালেন কোহলি। অবশেষে বাদ পড়লেন ঋষভ পন্থ।
গত বছর জানুয়ারিতে কেপটাউন টেস্টে চোট পাওয়ার পর ছিটকে গিয়েছিলেন শিলিগুড়ির পাপালি। তারপর চোট সারিয়ে, ভারতীয় এ দলের হয়ে ভাল পারফরম্যান্স করে স্কোয়াডে ফিরেছিলেন ঋদ্ধি। কিন্তু পন্থের কারণে প্রথম একাদশে জায়গা হচ্ছিল না ঋদ্ধির। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সফরে রিজার্ভ বেঞ্চেই বসে ছিলেন। দেশের হয়ে খেলা শেষ টেস্টে ঋদ্ধি দশটা ক্যাচ নিয়ে নজির গড়েছিলেন। কিন্তু চোট পেয়ে ছিটকে যাওয়ার পর পন্থ ধীরে ধীরে নিজের জায়গা পাকা করতে থাকেন। যদিও কখনও ধারাবাহিক হতে পারেননি পন্থ। আরও পড়ুন- ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি পদে ফের সৌরভ গাঙ্গুলি
Virat Kohli confirms Wriddhiman Saha will keep wickets for India in the #INDvSA Tests pic.twitter.com/azDHztsjmy
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 1, 2019
এদিকে, টেস্টে একেবারেই সুবিধা করতে পারছিলেন না পন্থ। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু ব্যাটিং নয়, কিপিংও খারাপ হয়েছিল দিল্লির তারকা কিপার-ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ তিনটি ইনিংসে পন্থ করেন ক্যারিবিয়ান সফরে টেস্টে একজন ভাল উইকেটকিপার ফারাক গড়ে দিতে পারেন।