মহারাষ্ট্র: ৪ মার্চ থেকে শুরু হওয়া মহিলা প্রিমিয়ার লিগের যেসব ক্রিকেটাররা ইতিমধ্যেই নজর কেড়েছে তাদের মধ্যে একজন সিমরান শেখ। যিনি মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে ইউপি ওয়ারিয়র্জ দলে রয়েছেন। ইউপি ওয়ারিয়র্স ১০ লাখে সিমরানকে দলে নিয়েছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সমান পারদর্শী সিমরান। বলে লেগস্পিন এবং ব্যাটিং এ মিডল অর্ডার সামলানোর গুরু দায়িত্ব তার কাধে।
এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভিতে থাকেন সিমরন শেখ। দরিদ্র পরিবার থেকে উঠে আসা সিমরানের ৭ ভাইবোন আছে। বাবা ওয়্যারম্যানের কাজ করেন। দশম শ্রেণীতে থাকাকালীন পরীক্ষায় পাস করতে না পেরে ক্রিকেট মাঠকেই আপন করে নেন সিমরান ।
ক্রিকেটার সিমরান শেখের পিতা জাহিদ আলী শেখ মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত। তিনি জানান- আজ, আমার মেয়ের কারণে, আমরা অনেক সম্মান পাচ্ছি। আমার মেয়ে এই জায়গায় পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছে। সিমরন যখন খুব অল্প বয়সে ক্রিকেট খেলা শুরু করেছিলেন, এবং তখন অনেকেই তার সমালোচনা করেছিলেন৷ কিন্তু ও সব উপেক্ষা করে ওর ক্রিকেট ক্যারিয়ারে মনোনিবেশ করেছিল। যার ফল সে আজ পাচ্ছে।
Maharashtra | Simran Sheikh, Woman Cricketer from Dharavi slum in Mumbai gets selected for the UP Warriorz for Women’s Premier League
— ANI (@ANI) March 15, 2023