Jay Shah, Sourav Ganguly & Smriti Mandhana with WPL 2023 Trophy (Photo Credit: Twitter)

দক্ষিণ আফ্রিকায় ২৬ ফেব্রুয়ারি আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার আট দিন পর ডব্লিউপিএল (WPL) শুরু হবে। ক্রিকেটার ও কোচদের মুম্বইয়ে আসার চ্যালেঞ্জ কমানোর জন্য বিসিসিআই এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মুম্বইয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মহিলা প্রিমিয়ার লিগের তারিখ এবং স্থান: আগামী ৪ মার্চ থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগের (Women Premier League) প্রথম মরসুম। আগামী ২৬ মার্চ সম্পন্ন হবে ডব্লিউপিএলের ফাইনাল। সোমবার ডব্লিউপিএলের পাঁচটি দলকে পাঠানো এক ই-মেইল বার্তায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) নিশ্চিত করেছে যে, মুম্বাইয়ের দুটি ভেন্যু ব্রেবোর্ন স্টেডিয়াম (Brabourne Stadium) ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামকে (DY Patil Stadium) টুর্নামেন্টের জন্য ব্যবহার করা হবে।

মহিলা প্রিমিয়ার লিগের নিলামের তারিখ: আগামী ১৩ ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ডব্লিউপিএলে ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), আদানি গ্রুপ (Adani Group) ও ক্যাপ্রি গ্লোবালের (Capri Global) মতো ফ্র্যাঞ্চাইজির মালিকরা ৪৬৬৯.৯৯ কোটি টাকার বিনিময়ে এই পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কিনেছেন।

মহিলা প্রিমিয়ার লিগের নিলামের নিয়ম: বিসিসিআই সিইও হেমাঙ্গ আমিনও (Hemang Amin) ই-মেলে নিশ্চিত করেছেন, আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে ক্রিকেটারদের নিলাম হবে। আমিন জানান, দেড় হাজার খেলোয়াড় এর জন্য নিবন্ধন করেছেন। চলতি সপ্তাহের শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নিলামে সর্বোচ্চ ৯০ জন খেলোয়াড় কেনা যাবে। প্রতিটি দলে ১৫-১৮ জন করে খেলোয়াড় থাকবে।