এশিয়ান গেমসের তৃতীয় কোয়ার্টারফাইনালে থাইল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। ইনোশি প্রিয়দর্শনীর অসাধারণ বোলিং ও অসাধারণ কিছু ব্যাটিংয়ের সুবাদে এই জয় পায় তারা। টানা বৃষ্টিতে ম্যাচটি ১৫ ওভারের হয়ে যায়। শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রিয়দর্শনী তার প্রথম ওভারেই সুওয়ানান খিয়াওতো ও নাথাকান চানথানের দুটি উইকেট নেন। তিনি তার দ্বিতীয় ওভারে ফিরে এসে তার তৃতীয় উইকেটটি নেন, কোঞ্চারোয়েনকাইকে আউট করে, ক্যাচ নেন প্রবোধনী। নিয়মিত উইকেট লাভের ফলে থাইল্যান্ডের ইনিংস কখনো গড়ে ওঠার সুযোগ পায়নি। সুত্তিরুয়াং ও ফানিতা মায়ার ২৯ রানের জুটিতে তাঁদের স্কোর ৭ উইকেটে ৭৮ রানে ইনিংস শেষ হয়। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাথু ২৭ এবং আনুশকা সঞ্জীবনী ৩২ রান করে আউট হলে হর্ষিতা সামারাবিক্রমা এবং ভিশমি গুনারত্নে শেষটুকু সামলে ২৫ বল এবং আট উইকেট বাকি থাকতে জয় তুলে নেয়। আগামী ২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। Antim Panghal, World Wrestling: বিশ্ব কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন অন্তিম পঙ্ঘাল, জায়গা পাকা প্যারিস অলিম্পিকেও
Sri Lanka women beat Thailand women by 8 wickets to qualify for the semifinals of the Asian Games.#SriLanka #Thailand #T20I #Cricket #AsianGames #Women #Wolf777News #Socialmedia pic.twitter.com/oPLHJJd5yR
— Wolf777News (@Wolf777news) September 22, 2023
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আগামী ২৪ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
Bangladesh reach the semi-finals of the Asian Games, where they will face India, after their match against Hong Kong was washed out https://t.co/3yLWnI5MMd #AsianGames pic.twitter.com/iSS8GfWVCI
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 22, 2023